ছাত্রছাত্রীদের মধ্যে বাড়ছে রক্তচাপের সমস্যা, বিশ্বাস করতে পারছেন না অনেকেই
ছোটদের রোগ এটা নয় বলেই সকলের জানা ছিল। পড়ুয়াদের শরীরে উচ্চ রক্তচাপের সমস্যাও যে থাকতে পারে তা বিশ্বাস করা কঠিন হলেও এখন এটাই সত্যি।
ছোট ছোট ছেলেমেয়েদের শরীরে বাসা বাঁধছে উচ্চ রক্তচাপের ব্যাধি। এটা এখন এক নয়া সমস্যা। কিছুদিন আগে পর্যন্তও মানুষ ভাবতে পারতেন না, ছোটদের মধ্যে রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। হলেও তা ছিল সংখ্যার নিরিখে নগণ্য।
কিন্তু এখন পুরো ছবিটাই গিয়েছে বদলে। এখন ক্রমশ এই সমস্যা ছোটদের শরীরে থাবা বসাচ্ছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে লখনউ শহরের পড়ুয়াদের ৫ শতাংশই উচ্চ রক্তচাপের শিকার।
কেন এমনটা হচ্ছে? বিশেষজ্ঞেরা মনে করছেন পড়াশোনায় ভাল করার চাপ আর ফাস্ট ফুডের প্রতি আকর্ষণ এর প্রধান কারণ।
লখনউ শহরের বিভিন্ন স্কুলের ৫ হাজার পড়ুয়ার ওপর সমীক্ষা চালিয়ে ৫ শতাংশের শরীরে এই উচ্চ রক্তচাপের সমস্যা ধরা পড়েছে। এছাড়াও আরও বেশি করে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে। তাতে ছবিটা আগামী দিনে আরও স্পষ্ট হতে পারে।
১২ থেকে ১৮ বছর বয়সী ছাত্রছাত্রীদের পরীক্ষা করেই উচ্চ রক্তচাপের সমস্যা পাওয়া যাচ্ছে। এমনকি যা পরিস্থিতি তাতে বিশেষজ্ঞেরা ছাত্রছাত্রীদেরও নিয়মিত রক্তচাপ পরীক্ষার পরামর্শ দিচ্ছেন।
প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রেও ৫ শতাংশ পড়ুয়া উচ্চ রক্তচাপের শিকার। তবে তাদের উচ্চ রক্তচাপের কারণ আলাদা। ওবেসিটি বা স্থূলতার সমস্যা থেকে তাদের মধ্যে রক্তচাপ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।
ভারতে কিন্তু পড়ায় ভাল করার অসম্ভব চাপ এবং ফাস্ট ফুড ছাত্রছাত্রীদের উচ্চ রক্তচাপের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা