Health

সিগারেট খেলে সারা জীবনের জন্য হারাতে পারে দেহের অমূল্য সম্পদ

সিগারেট খেলে সারা জীবনের জন্য একটি দেহাংশ হারাতে হতে পারে। এ বিষয়ে সতর্ক করলেন একদল গবেষক। সিগারেটের আর এক ক্ষতিকর দিককে সামনে আনল এই গবেষণা।

সিগারেট যে ক্ষতির ডালি সাজিয়ে রাখে তা সকলের কমবেশি জানা। এতদিন মানুষ জানতেন হৃদরোগ, ক্যানসার বা ফুসফুসের সমস্যা সিগারেট খাওয়ার কারণে হতে পারে। এমনকি মনে করা হচ্ছে সিগারেট যদি জীবন থেকে মুছে ফেলা যায় তাহলে দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা একতৃতীয়াংশ কমে যাবে।

সিগারেটের ক্ষতিকারক দিকের যে শেষ নেই তা ফের একবার প্রমাণ করলেন গবেষকেরা। এবার আরও এক নতুন চিন্তার কথা সামনে আনলেন তাঁরা।


গবেষকেরা দাবি করেছেন, সিগারেট অন্যান্য রোগের সঙ্গে চোখের জ্যোতিও কেড়ে নেয়। জীবনের মত দেখার ক্ষমতা হারাতে পারেন এক ধূমপায়ী।

জীবনের অমূল্য সম্পদ চোখ। সেই চোখের জ্যোতি হারানো অবশ্যই সারা জীবনের জন্য এক বড় ধাক্কা হতে পারে। যা সিগারেটের প্রতি আকর্ষণ বা সিগারেটের নেশা ডেকে আনতে পারে।


চোখে থাকে ম্যাকিউলা। যা সেন্ট্রাল ভিশনকে নিয়ন্ত্রণ করে। সিগারেট যাঁরা নিয়মিত পান করেন তাঁদের ৬ গুণ বেশি সম্ভাবনা থাকে এটি নষ্ট হওয়ার। যার জেরে দেখার সময় সামনের জিনিস ঝাপসা হয়ে যায়।

একটি খতিয়ান বলছে ভারতে এখন প্রায় ২৮ কোটি মানুষ ধূমপানে আসক্ত। ফলে চোখের সমস্যা তাঁদের মধ্যে দেখা দিতেই পারে।

হু-এর একটি খতিয়ান বলছে শুধু চোখ নষ্ট হওয়া বলেই নয়, ভারতে সারা বছরে ধূমপানের কারণে সাড়ে ১৩ লক্ষ মানুষের মৃত্যু হয়। যা অবশ্যই যথেষ্ট উদ্বেগের। সিগারেট থেকে দূরে থাকার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে সরকারি তরফেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button