কোন নখ আগে বাড়ে, কোন নখ পড়ে, কি এর কারণ
মানুষের হাত ও পায়ে নখ থাকে। তা বাড়লে কেটেও ফেলতে হয়। কিন্তু পা আর হাতের নখ এক গতিতে বাড়েনা। বিশেষ কারণও রয়েছে তার পিছনে।
মানুষের হাতের নখ আর পায়ের নখ বাড়তে থাকে। একটু বড় হলে তা কেটে ফেলেন মানুষজন। ফের তা বাড়তে থাকে। হাতের নখ বা পায়ের নখ নিয়ে আলাদা করে অনেকেই ভেবে দেখেননা। কিন্তু মানবদেহে হাতের নখ আর পায়ের নখ একসঙ্গে বাড়েনা।
একটা বেশি দ্রুত বাড়ে। অন্যটা তার এক তৃতীয়াংশ কম গতিতে বাড়ে। দেখা যায় হাতের আঙুলের নখ আগে বাড়ে। আর পায়ের আঙুলের নখ বাড়ে তার চেয়ে অনেক ধীরে। হাতের আঙুলের নখ পায়ের আঙুলের নখের চেয়ে তিনগুণ দ্রুত বাড়ে।
হাতের আঙুলের নখ কেন এত দ্রুত বাড়ে? কেনই বা একই শরীরে থেকেও পায়ের আঙুলের নখ ধীরে বাড়ে? এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। যার মধ্যে ২টি কারণ সবচেয়ে বেশি দায়ী।
প্রথমত হাতের আঙুলের কাজ অনেক বেশি হয়। পায়ের আঙুলের কাজ তার চেয়ে অনেক কম। এই বেশি কাজ করার প্রভাব আঙুলের নখের ওপর পড়ে। ফলে নখ দ্রুত বাড়ে।
এটা গেল একটা কারণ। অন্য কারণটা বিজ্ঞানীরা মনে করছেন, হাতের অনেক কাছে হৃদযন্ত্রের অবস্থান। হৃদযন্ত্র হাতের আঙুলের অনেক বেশি কাছে থাকায় সেখানে অনেক বেশি মাত্রায় অক্সিজেন পৌঁছয়।
অক্সিজেন বেশি পৌঁছনোর পিছনে আবার কারণ হল রক্ত সঞ্চালন অনেক বেশি হওয়া। রক্ত সঞ্চালন হাতের আঙুলে বেশি হওয়ায় অক্সিজেনও বেশি পৌঁছয়।