মামুলি এই পরীক্ষা বলে দেবে আগামী ১০ বছরে হৃদরোগের সম্ভাবনা আছে কিনা
আগামী কমপক্ষে ১০ বছরের মধ্যে কি হার্ট অ্যাটাক হতে পারে? অন্য কোনও হৃদরোগ? এখন তা বলে দেবে একটি অতিপরিচিত পরীক্ষা আর কৃত্রিম বুদ্ধি।
আগামী ১০ বছরের মধ্যে কি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে? তা বলে দেবে একটি মামুলি পরীক্ষা। যে পরীক্ষার কথা নানা কারণে হামেশাই শুনতে পাওয়া যায়।
বিজ্ঞানীরা অবশ্য শুধুই ওই পরীক্ষাটি করিয়ে দেখেই সব কিছু বলে দিচ্ছেন না। ওই পরীক্ষার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি কৃত্রিম বুদ্ধিযুক্ত যন্ত্র।
এআই বা কৃত্রিম বুদ্ধি এখন ক্রমশ বিজ্ঞানী গবেষকদের হাত ধরে বেড়ে চলেছে। ফলে তার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন অনেক কাজ সে অনায়াসে করে দিচ্ছে বা আগাম বলে দিচ্ছে। এই নতুন পরীক্ষার নাম দেওয়া হয়েছে সিআরএক্স-সিভিডি।
প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির বুকের একটি এক্স-রে করতে হবে। ব্যস এইটুকুই যথেষ্ট। এবার যন্ত্র সেই এক্স-রে পরীক্ষা করে জানিয়ে দেবে আগামী ১০ বছরের মধ্যে ওই ব্যক্তির কোনও হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা আছে কিনা।
যদি আছে বলে তখন চিকিৎসকের পরামর্শে সেটা এড়ানোর বন্দোবস্ত রোগীকে করে নিতে হবে। অন্তত ঝুঁকির সম্ভাবনাটা তো তাঁর কাছে পরিস্কার হবে। চিকিৎসকদেরও তাঁর চিকিৎসা করতে সুবিধা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটে এই যন্ত্রটি তৈরি হয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, এটা যদি জানতে পারা যায় তাহলে ওই রোগীকে স্টেন্ট বসিয়েও দেওয়া যেতে পারে। যাতে তাঁর হৃদরোগের সম্ভাবনা দূর হয়।
এটা আচমকা হৃদরোগ রুখে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ হতে পারে। স্টেন্ট বসিয়ে হৃদরোগের সম্ভাবনা কমানো এখন খুব একটি সাধারণ চিকিৎসা হয়ে দাঁড়িয়েছে। যা কার্যকরীও।