ফর্সা হওয়ার ক্রিম না মাখার পরামর্শ দিলেন চর্ম বিশেষজ্ঞেরা
বাজার চলতি ফর্সা হওয়ার ক্রিম নেহাত সংখ্যায় কম নয়। তা অনেকে ফর্সা হতে ব্যবহারও করেন। কিন্তু তা না মাখার পরামর্শ দিলেন চর্ম বিশেষজ্ঞেরা।
মহিলা থেকে পুরুষ, একটা উজ্জ্বল ফর্সা মুখ কে না চান! সেজন্য যাঁদের রং ঠিক ফর্সা নয়, তাঁরা ফর্সা হতে বাজার চলতি কিছু ক্রিমে ভরসা রাখেন। বেশ খরচ করেই সেসব ক্রিম কিনে বাড়িতে মাখা শুরু করেন। তাতে অনেক সময় কাজও হয়। কিন্তু কাজের সঙ্গে সঙ্গে অনেক সময় বিপরীতও হয়। শুরু হয় নানা ধরনের ত্বকের সমস্যা।
লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালের চর্ম বিভাগের চিকিৎসক পারুল বর্মার পরামর্শ, ওপিডি-তে দেখাতে এমন অনেক রোগী ত্বকের সমস্যা নিয়ে হাজির হন যাঁরা এসব ক্রিম ব্যবহার করে পস্তাচ্ছেন। কারণ ওই স্টেরয়েড পূর্ণ ক্রিমগুলি তাঁদের ত্বকের জন্য নয়। ফলে তা কুপ্রভাব ফেলে ত্বকের ওপর।
তাই এসব ফর্সা হওয়ার ক্রিম থেকে দূরে থাকতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক বর্মা। তাঁর মতে, ত্বকের প্রাথমিক রং কখনও পরিবর্তন হয়না।
তাই যাঁর যাই ত্বকের রং হোক না কেন, এসব রাসায়নিক থেকে নিজেকে দূরে রেখে ত্বককে স্বাভাবিক নিয়মে সুস্থ দীর্ঘস্থায়ী ঔজ্জ্বল্য দেওয়াই ভাল বলে মনে করেন চিকিৎসক পারুল বর্মা।
ত্বকের সমস্যা অবশ্য অনেক সময় কোন পরিবেশে রয়েছেন তা থেকেও হতে পারে বলে মনে করেন অনেক চিকিৎসক। দূষণ ও খাবারে থাকা কীটনাশক ত্বকের ক্ষতি করে।
চিকিৎসকদের মতে, সুস্থ খাওয়াদাওয়ার ওপরও ত্বকের স্বাস্থ্য নির্ভর করে। স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, দূষণমুক্ত পরিবেশ ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে কার্যকরী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা