কেন্দ্রের ছাড়পত্রে এবার আর সূচ ফুটিয়ে বুস্টার টিকা নেওয়ার দরকার রইল না
কেন্দ্র অবশেষে ছাড়পত্র দিয়েই দিল। ফলে আগামী দিনে আর সূচ ফুটিয়েই করোনার বুস্টার টিকা গ্রহণ করতে হবে এমন বাধ্যবাধকতা রইল না।
অনেকে সূচ ফোটাতে ভয় পান। অথচ করোনার টিকা সাধারণভাবে সূচ ফুটিয়েই দিতে হয়েছে। অনেকেই তাই বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে সূচ ফোটানোর ভয়ে এড়িয়ে গেছেন। অনেকে আবার করোনার দাপট কমায় বিষয়টিতে গুরুত্ব দেননি। তবে ফের করোনা বাড়ার এক সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্রীয় সরকার।
চিনে করোনার বাড়বাড়ন্তের কারণে ভারতেও আগাম সতর্কতা শুরু হয়েছে। করোনার বুস্টার ডোজ নিয়ে নিতে প্রত্যেককে পরামর্শ দিয়েছে দেশের চিকিৎসকদের সংগঠন।
করোনার ২টি ডোজ যাঁদের নেওয়া হয়ে গেছে তাঁদের জন্য রয়েছে বুস্টার ডোজ। বুস্টার ডোজ সূচ ফুটিয়েই নিতে হচ্ছে। তবে শুক্রবার কেন্দ্র অনেকের জন্য একটি খুশির খবর দিয়েছে।
ভারত বায়োটেক-এর তৈরি নাকের মাধ্যমে নেওয়া যাবে এমন একটি বুস্টার ডোজ টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এরফলে বুস্টার ডোজের ক্ষেত্রে সূচ ফোটানোর প্রয়োজন কমল। তৈরি হল অন্য উপায়ও।
বুস্টার ডোজ এখন সূচ না ফুটিয়ে কেউ চাইলে নাকের মাধ্যমেও নিতে পারবেন। প্রাথমিকভাবে ১৮ বছরের উপরের বয়সের যে কেউ বুস্টার ডোজ হিসাবে প্রাথমিক পর্যায়ে যে কোনও বেসরকারি হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে এই টিকা গ্রহণ করতে পারবেন।
কোউইন অ্যাপেও এই ন্যাজাল করোনা ভ্যাকসিন বা নাকের মাধ্যমে নিতে পারা করোনা টিকা যুক্ত হতে চলেছে। সব মিলিয়ে নাকের মাধ্যমে টিকাগ্রহণ কিন্তু অনেকের জন্য বিষয়টিকে সহজ করে তুলল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা