দেশের তরুণ বৈজ্ঞানিকের অসামান্য কীর্তি, কুর্নিশ জানাতে তৈরি দুনিয়া
এ দেশের প্রতিভার স্বাক্ষর ফের একবার বিশ্বকে দিলেন এক বৈজ্ঞানিক। এ দেশের তরুণ বৈজ্ঞানিকের এক অসামান্য কীর্তি দুনিয়াকে নতুন দিশা দেখাতে পারে।
বয়স মাত্র ৩৪ বছর। ঝকঝকে যুবক। মেধাবী বৈজ্ঞানিক। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন নয়ডার একটি সংস্থায় সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে কাজ করছেন।
তিনি এবার একটি যন্ত্র আবিষ্কার করে ফেলেছেন। একটি বায়ো সেন্সর তৈরি করেছেন তিনি। যা এবার ঘামের নমুনা দিয়ে তার পরীক্ষা চালাবে।
অমিত দুবে নামে ওই বৈজ্ঞানিকের দাবি, তাঁর এই বায়ো সেন্সর ঘামের নমুনা পেলেই ওই মানুষটি করোনা আক্রান্ত কিনা তা বলে দিতে সক্ষম।
প্রসঙ্গত করোনা পরীক্ষা নিশ্চিত করতে এখন নাক থেকে বা গলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। যার জন্য বিশেষ কিট প্রয়োজন হয়। কিন্তু এই যন্ত্র কেবল ওই ব্যক্তির ঘামের নমুনা থেকেই বুঝে যাবে তিনি করোনা আক্রান্ত কিনা।
অমিত দুবের এই যন্ত্র যদি বিশ্বজুড়ে মান্যতা পায় তাহলে করোনা পরীক্ষার ক্ষেত্রে কার্যত যুগান্ত তৈরি হবে। কারণ এখন করোনা পরীক্ষা যে পদ্ধতিতে হয় তা খরচ সাপেক্ষ।
অমিত দুবের যন্ত্র যদি মান্যতা পায় তাহলে বিশ্বজুড়ে অনেক কম খরচে করোনা নির্ণয় করা সম্ভব হবে। যা আরও বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা সম্ভব করে তুলবে।
কম দামের বায়ো সেন্সর হিসাবে তাঁর এই যন্ত্র একটা নতুন অধ্যায় শুরু করতে পারে বলেই মনে করছেন খোদ অমিত দুবে। ইতিমধ্যেই তাঁর এই যন্ত্রের কথা একটি বিজ্ঞান সংক্রান্ত মার্কিন জার্নালে প্রকাশিত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা