অতিপরিচিত ২টি শারীরিক সমস্যার মুশকিল আসান করছে এই সুস্বাদু পানীয়
এ পানীয় ভাল লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে শুধু মন ভরানোই নয়, ২ অতিপরিচিত শারীরিক সমস্যাকে মুছে দিতে পারে এই পানীয়।
যেমন খেতে মজা। তেমনই শরীর রাখে তাজা। এ পানীয়ের এমনই গুণ। যদিও ভারতের মত দেশে চায়ের জনপ্রিয়তা প্রশ্নাতীত। ফলে অন্য কোনও পানীয় সেই জায়গা নিতে পারেনা। তবে কফি এমন এক পানীয় যা চায়ের মতই দ্রুত মানুষকে চাঙ্গা করে তুলতে পারে।
ভারতে অবশ্য সাধারণ মানুষের নিত্যদিনের পানীয় বলতে চা-কেই বোঝায়, তবে কফিও পান করেন অনেকে। পছন্দ করেন তার চেয়েও বেশি মানুষ। কফি কিন্তু শুধু একটি সুস্বাদু মন ভাল করা পানীয়ই নয়, তার অনেক গুণ।
ভারত সহ গোটা বিশ্বেই এখন ২টি সমস্যা দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। একটি হল মধুমেহ রোগ বা ডায়াবেটিস। অন্যটি হল মোটা হওয়ার সমস্যা বা ওজন বাড়ার সমস্যা। এই ২ সমস্যা ক্রমশ বেড়েই চলেছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকেরা জানাচ্ছেন, কফি এমন এক পানীয় যা শরীরে এমনভাবে কাজ করে যে তা দ্রুত ওজন কমাতে পারে।
এমনকি ওজন বাড়তেও দেয়না নিয়মিত কফি সেবন। আবার কফি টাইপ ২ ডায়াবেটিস যাতে শরীরে বাসা না বাঁধতে পারে তার ব্যবস্থাও করছে।
ডায়াবেটিস এবং ওজন বাড়ার সমস্যায় গোটা বিশ্ব জেরবার। সেখানে কফির মত দৈনন্দিন জীবনে যখন তখন পান করা যায় এমন এক পানীয় মুশকিল আসান করছে সহজেই। এমনই দাবি করছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা