রান্না করতে ভয় করে, তাহলে কিন্তু সাবধান
রান্না করতে ইচ্ছা করেনা এমন অনেকেই আছেন। সেটা সমস্যা নয়। কিন্তু যদি রান্না করতে ভয় করে তাহলে কিন্তু তা চিন্তার বিষয়।
এখনকার ব্যস্ত জীবন। নিউক্লিয়ার সংসার। স্বামীস্ত্রী ২ জনেই চাকরি করেন। এই অবস্থায় এমন অনেক পরিবারেই রান্নাটা স্বামীস্ত্রী মিলেই করেন। যাতে কারও ওপর অতিরিক্ত চাপ না পড়ে।
আবার তার মধ্যেই এমন অনেকে আছেন যাঁদের রান্না করতে ভাল লাগেনা। রান্না করতে ভাল না লাগাটা কিন্তু কোনও রোগ নয়। কিন্তু এই রান্না করতে ভাল না লাগা আর রান্না করতে ভয় লাগা ২টির মধ্যে বিস্তর ফারাক।
এমন কিছু মানুষ আছেন যাঁদের রান্না করতে ভয় করে। এটা কিন্তু চিকিৎসকদের চোখে একটা রোগই বলা যায়। এক ধরনের ফোবিয়া বা ভয়।
এই ফোবিয়া বা ভয়কে চিকিৎসকেরা বলেন ম্যাজেইরোকোফোবিয়া। এটা কিন্তু কিছু মানুষের কাছে আতঙ্ক। যা শরীরের পক্ষে মোটেও ভাল নয়।
নানা কারণে এই ভয় জন্ম নিতে পারে। তার মধ্যে রয়েছে আগুন থেকে ভয়, রান্না ঠিক হবেনা এই ভাবনা থেকে ভয়, পুরো রান্না হবেনা অর্থাৎ আধকাঁচা থেকে যাবে এমন চিন্তা থেকে ভয় বা তাঁর রান্না খেয়ে শরীর খারাপ করতে পারে এমন এক চিন্তা, কিছু মানুষের মনে রান্না থেকে ভয় বা ম্যাজেইরোকোফোবিয়া তৈরি করে।
এই রোগ থেকে বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট, অজ্ঞান হয়ে যাওয়া, প্রচণ্ড ঘাম হওয়ার মত সমস্যা হতে পারে। এই রোগের চিকিৎসা রয়েছে। এটি সারাতে মূলত সাইকো থেরাপির ওপরই জোর দেন চিকিৎসকেরা।