রোগ সারাতে ওষুধ তো খাচ্ছেন, ওষুধকে আরও কার্যকরী করার সহজ উপায়টা জেনে নিন
রোগ সারাতে ওষুধ খেতে হয়। তা শরীরে প্রবেশ করে রোগ সারানোর কাজ শুরু করে। ওষুধ যাতে সেই কাজ আরও ভাল করে করতে পারে তার একটি সহজ উপায় রয়েছে।
রোগ হলে ওষুধ খেতে হয়। চিকিৎসকের পরামর্শে সেই ওষুধ খাওয়া শুরু করার পর তা কাজও করতে শুরু করে। কিন্তু ওষুধ তার পূর্ণ ক্ষমতায় কাজ করে কি? এটা একটা বড় প্রশ্ন।
এর আগে একটি গবেষণা দেখিয়েছিল মানসিক উদ্বেগ এবং দৈহিক যন্ত্রণা উপশমে সঙ্গীতের ভূমিকা। সঙ্গীত এই ২ সমস্যা দ্রুত কমিয়ে দিতে পারে।
এবার মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা একটি গবেষণার ফল সামনে এনেছেন যেখানে তাঁরা দেখিয়েছেন যেসব ক্যানসার রোগীর কেমোথেরাপি চলছে তাঁদের সেই কেমো নেওয়ার পর যে বমি বমি ভাব তৈরি হয় তা কমাতে কীভাবে ওষুধের পাশাপাশি সঙ্গীত কাজ করে।
কেমো নেওয়ার পর যদি ৩০ মিনিট গান বা বাদ্যযন্ত্র শোনা যায় তাহলে ওষুধ দারুণ কাজ করে। এমনই দাবি করেছেন গবেষকেরা।
তাঁদের দাবি, বিশেষত নিউরোলজিক্যাল সমস্যায় যাঁরা ওষুধ সেবন করছেন তাঁদের জন্য সঙ্গীত এক বড় ভূমিকা নেয়। কারণ তাঁরা তাঁদের সমস্যা উপশমে যে ওষুধ সেবন করেন তা আরও দ্রুত এবং বেশি মাত্রায় কাজ করে যদি ওষুধ খাওয়ার পর রোগী সঙ্গীত শোনেন।
গবেষকরা এটাও জানিয়েছেন যে কেমো নেওয়ার পর অনেকের যে বমি ভাব তৈরি হয় তা পেটের সমস্যাই নয়, তা একটি মানসিক সমস্যা। উদ্বেগ বা অবসাদের মত। এসব তাড়াতে ওষুধ খাওয়ার পর গানবাজনা শোনা ওষুধটিকে খুব দ্রুত কার্যকরী করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা