ট্যাবলেটের পাতায় অনেক ক্ষেত্রে সব খোপে ট্যাবলেট থাকেনা, কি এর কারণ
ট্যাবলেটের পাতায় খোপে খোপে ট্যাবলেট থাকে। কিন্তু কিছু পাতায় দেখা যায় এমন খোপ আছে কিন্তু তাতে ট্যাবলেট নেই। এটা কেন করে সংস্থাগুলি? কারণ রয়েছে।
ট্যাবলেটের যে পাতা ওষুধের দোকানে পাওয়া যায় তা সকলেই প্রায় দেখে অভ্যস্ত। সব ট্যাবলেটের পাতায় না থাকলেও কিছু ট্যাবলেটের পাতা হয় যেখানে দেখা যায় সব খোপে ট্যাবলেট থাকেনা। সেগুলি ফাঁকা থাকে।
অথচ ট্যাবলেটের অন্য খোপের মতই খোপ থাকে। এমনটা কেন করা হয়? কেন মিছে জায়গা নষ্ট করে ওষুধ প্রস্তুতকারক সংস্থা? এটা কিন্তু অযথা করা হয়না। বরং এর পিছনে একাধিক কারণ রয়েছে।
মনে করা হয় ট্যাবলেটের পাতায় ফাঁকা খোপ রাখা হয় যাতে সেটি পরিবহণের সময় অর্থাৎ এক জায়গায় থেকে অন্য জায়গায় আনার সময় তা পড়ে না যায় বা নষ্ট না হয়। হাত থেকে হড়কে যাওয়ার সম্ভাবনাও এতে কমে।
তাছাড়া অনেক সময় দেখা যায় একটি মাত্র ট্যাবলেটের পাতা। কিন্তু পাতাটি প্রমাণ সাইজের। একটি খোপে ট্যাবলেট রয়েছে। বাকি খোপ ফাঁকা। এর কারণ হল জায়গা তৈরি করা।
একটি ট্যাবলেটের পাতা যদি ওই একটি খোপের হত তাহলে পাতার পিছনে লেখার মত জায়গা থাকত না। কিন্তু ট্যাবলেটের পাতার পিছনে দাম, নষ্ট হওয়ার তারিখ, তৈরির তারিখ, সংস্থার নাম সহ নানা তথ্য দেওয়া থাকে। সেগুলি দেওয়ার মত জায়গা পাওয়া যেত না।
তাছাড়া খুব ছোট একটি ট্যাবলেটের পাতা হলে অনেকের মানসিক ভাবে মনে হয় ট্যাবলেটটি আদৌ শক্তিশালী তো? প্রমাণ সাইজের পাতা হলে তাঁরা মানসিক শান্তি পান। এমন নানা কারণে ট্যাবলেটের পাতায় অনেক সময় ফাঁকা খোপ রাখা হয়।