সাবান মাখার ওপর নির্ভর করছে মশাদের কাছে আসা, বলছে গবেষণা
আপাত দৃষ্টিতে অবাক হওয়ার মত হলেও এটা একটি গবেষণালব্ধ দাবি যে কোনও মানুষের সাবান মেখে স্নানের ওপর নির্ভর করছে তাঁর কাছে মশার আসা।
মশা নামক ছোট্ট পতঙ্গটি মানবজীবনে কার্যত এক আতঙ্কের নাম। কারণ মশার কামড়ের সঙ্গে জড়িয়ে আছে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গুর মত মারণ ব্যাধি। যা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে অচিরেই।
তাই মশা যাতে না কামড়ায় তারজন্য মশারি, মশার ধূপ, মশা মারার লিকুইডেটর, মশা তাড়ানোর ক্রিম মাখা এবং এমন নানা উপায় কাজে লাগান আমজনতা।
এটা বিজ্ঞানীরা নিশ্চিত যে কিছু মানুষকে মশা বেশি কামড় দেয়। কাউকে কম। অবশ্যই তার সঙ্গে তাঁদের গায়ের গন্ধের যোগ রয়েছে।
তবে স্নানের সময় সুগন্ধি সাবান গায়ের গন্ধকে ছাপিয়ে সেই সাবানের সেন্টের গন্ধকে দাপুটে করে তোলে। গবেষকেরা এই গন্ধের সঙ্গে মশার আকর্ষণ বৃদ্ধি ও আকর্ষণ কমের যোগ দেখছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মশারা যখন রক্ত খায় না, তখন তারা ফুলের থেকে মধু খায় বা মিষ্টি ফলের গন্ধে আকর্ষিত হয়। সাবানের গন্ধ যদি এমন ফুল বা ফলের কাছাকাছি হয় তাহলে মশারা ওই সাবান মাখা মানুষের দিকে ধেয়ে আসে। ফলে ওই মানুষটি মশার কামড় খেতেই থাকেন।
ওই ব্যক্তিই যদি সাবান বদলে মশার অচেনা গন্ধের সাবান মাখেন তবে তাঁকে মশা কামড় বসানো অনেকটাই কমিয়ে দেয়। ফলে সাবানের ওপর অনেকটাই নির্ভর করছে মশা ওই ব্যক্তিকে কামড় দেবে না দেবেনা। এমনই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকের গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা