সন্তান আনার কথা ভাবছেন, কাকে বিদায় জানাবেন, কাদের দূরে রাখবেন সেটা জরুরি
জীবনে সন্তান আসে এখন বুঝে শুনে। বাবা মায়েরা সন্তানকে পরিকল্পনা করে পৃথিবীতে আনেন। তবে সন্তানকে আনার আগে একে বিদায় জানাতেই হবে।
এখন ব্যস্ত জীবন। বিবাহিত জীবনে এখন স্বামীস্ত্রী ২ জনেরই কর্ম ব্যস্ততা তুঙ্গে থাকে। ব্যস্ত জীবনে সময় মেলাই কঠিন। তাই দাম্পত্য জীবনে নতুন অতিথিকে আনার আগে তাঁরা যথেষ্ট সতর্ক থাকেন।
সময় বুঝে দম্পতিরা সন্তানকে পৃথিবীতে আনার পরিকল্পনা করেন। পরিকল্পনা করে সন্তান আনা নিয়ে ভাবার সময় কিন্তু আরও নানা বিষয় নজরে রাখা জরুরি।
যার উদ্যোগ শুরু হবে কোনও মহিলা সন্তানসম্ভবা হওয়ার ৪ মাস আগে থেকে। বিশেষজ্ঞদের পরামর্শ, যদি সন্তান আনার কথা কোনও দম্পতি স্থির করেন, তাহলে মহিলার সিগারেট পান বা ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে।
এই অভ্যাস ত্যাগ করতে হবে সন্তানসম্ভবা হয়ে পড়ার ৪ মাস আগেই। তবে সব মহিলা তো ধূমপানে আসক্ত হন না। সেক্ষেত্রেও কিন্তু অন্য চিন্তা রয়েছে।
যেসব মহিলা ধূমপান করেননা তাঁদের সন্তানসম্ভবা হওয়ার আগে অন্য একটি বিষয়ে সতর্ক থাকতে হবে। তাঁদের মাথায় রাখতে হবে তাঁরা ধূমপায়ীদের থেকে দূরত্বে থাকেন। তিনি তাঁর স্বামী হলেও।
কারণ পাশে কেউ ধূমপান করলেও সন্তান প্রসবে সমস্যা রয়েছে। কারণ সিগারেটের ধোঁয়া দেহে প্রবেশ করলে মহিলাদের ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। যা সন্তান প্রসবের জন্য মোটেও ভাল কথা নয়।
আবার শুধু প্রথমাবস্থায় নয়, সন্তান গর্ভেই প্রায় সম্পূর্ণ হওয়ার পর যখন তার পৃথিবীর আলো দেখার সময় আসে তার আগেও সিগারেটের ধোঁয়া শরীরে প্রবেশ করলে সন্তানের বড় ক্ষতি হতে পারে বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা