সুইমিং পুল এখন অনেকের জন্য চিন্তার কারণ, কেন জানালেন চিকিৎসকেরা
গ্রীষ্মের এই অসহ্য গরমে অনেকেই সুইমিং পুলে বা দিঘি, পুকুরে স্নানে নেমে পড়েন। ছোটরা তো বটেই। আর সেখানেই এক নতুন চিন্তা মাথাচাড়া দিয়েছে।
গরম থেকে বাঁচতে অনেকেই সুইমিং পুলে নেমে পড়ছেন বেশ কিছুটা সময় জলে কাটাতে। ছোটরা তো জলে নেমে আর উঠতেই চাইছে না। শহর থেকে একটু দূরে আবার দিঘি বা পুকুরে নেমে পড়ছে অনেকেই।
ছোটরা অনেকটা সময় জলেই আনন্দে মেতে থাকছে। স্নান করছে, সাঁতার কাটছে। এটা নতুন কিছুও নয়। সম্প্রতি এই আপাত নিশ্চিন্ত সাঁতার বা স্নান এক নতুন চিন্তার জন্ম দিয়েছে।
সে সুইমিং পুল হোক বা পুকুর, দিঘি, ছোটরা সেখানে দীর্ঘ সময় কাটানোর পর দেখা যাচ্ছে তাদের কানের সমস্যা শুরু হচ্ছে। কানের অংশ ফুলে যাচ্ছে, কানে ব্যথা করছে, চুলকাচ্ছে, এমনকি অনেকের লাল হয়ে যাচ্ছে কান। যা নিয়ে তারা চিকিৎসকের কাছে যাচ্ছে।
চিকিৎসকদের দাবি, দীর্ঘ সময় সুইমিং পুলে সাঁতার কাটা বা পুকুর, দিঘির জলে সময় কাটানোই এই সমস্যার কারণ। এতে কোনও সময় জল কানের ক্যানালে ঢুকে পড়ছে। তারপর তা কানের মধ্যেই আটকে সেখানে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি করছে। যা থেকে ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে। আর সেই ব্যাকটেরিয়া সংক্রমণের কারণ হচ্ছে।
তাহলে কি সুইমিং পুলে নামা বা পুকুর, দিঘিতে স্নান করা বন্ধ করতে হবে? চিকিৎসকেরা জানাচ্ছেন, তার কোনও দরকার নেই। তবে মেনে চলতে হবে নিয়ম।
এখন কানে যাতে সাঁতারের সময় জল না ঢুকে আটকে যায় সেজন্য এক ধরনের ইয়ার প্লাগ পাওয়া যায়। দীর্ঘ সময় জলে থাকার পরিকল্পনা থাকলে এই ইয়ার প্লাগ ব্যবহার করলে এই সমস্যা হবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা