ভবিষ্যতে আপনার কোন রোগ হতে পারে হাঁটাচলা দেখে জানিয়ে দেবে মেশিন
ভবিষ্যতে আপনার কোন রোগ হতে পারে? উত্তর দিতে পারবেন কি? এটা বলা মুশকিল। কিন্তু এবার একটি মেশিন সে কথা এখনই জানিয়ে দিতে সক্ষম।
ভবিষ্যতের কথা কে বলতে পারে? সত্যিই কি তা সম্ভব? তাও আবার ভবিষ্যতে কার কোন রোগ হতে পারে তা তো বলা নেহাতই অসম্ভব। কিছু ক্ষেত্রে চিকিৎসকেরা অবশ্য বর্তমানে নানা পরীক্ষার ভিত্তিতে সতর্ক করে থাকেন। কিছু রোগ হওয়ার সম্ভাবনার কথাও জানিয়ে থাকেন।
কিন্তু কোনও ইঙ্গিত ছাড়াই কীভাবে এই রোগ নির্ণয় সম্ভব? কোন রোগ কাবু করবে সেটাই বা আগে থেকে কীভাবে বলা সম্ভব? সেই উত্তর কিন্তু এবার দেওয়া সম্ভব হবে বলেই দাবি করছেন ভারতের কয়েকজন গবেষক।
এলাহাবাদের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি-র কয়েকজন গবেষক দাবি করেছেন তাঁরা একটি প্রোটোটাইপ মেশিন তৈরি করতে সক্ষম হয়েছেন, যে মেশিন ১ জনকে মিনিট ১৫ পরীক্ষা করে বলে দিতে পারে আগামী দিনে তাঁর দেহে কোন রোগ বাসা বাঁধবে।
গবেষকেরা জানিয়েছেন ১ জন ব্যক্তিকে মেশিন ১৫ থেকে ২০ মিনিট পরীক্ষা করবে। মেশিনই যা দেখার সেই সময় দেখে নেবে। ওই ব্যক্তির হাঁটাচলা ও কথাবলাও নজর করবে মেশিনটি।
তারপর সেই পর্যবেক্ষণের ভিত্তিতে মেশিন জানিয়ে দেবে ওই ব্যক্তি ভবিষ্যতে কি ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। এটাও জানিয়ে দেবে যে কেন তিনি ওই রোগে আক্রান্ত হতে পারেন।
৩ বছরের চেষ্টায় তৈরি এই মেশিনটির স্বত্বাধিকার পাওয়ার জন্য আবেদন জানিয়েছে সংস্থা। সত্ত্ব একবার হাতে এলে এই মেশিন বাজারে পাওয়া যাবে বলেই আশ্বস্ত করেছেন এই গবেষক দলের প্রধান সোনালি আগরওয়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা