মানুষের শরীরের একটি মাত্র অঙ্গ নিজে থেকে সারে না
শরীরের কোনও অঙ্গে আঘাত পেলে বা ক্ষতি হলে তা শরীর নিজেই অনেকটা সারিয়ে নিতে পারে। কেবল একটিমাত্র অঙ্গ ছাড়া। যা নষ্ট হলে শরীর সারাতে অক্ষম।
মানুষের দেহে প্রচুর অঙ্গ রয়েছে। যাতে অনেক সময় চোট আঘাত লাগতে পারে। তা কোনও কারণে নষ্টও হতে পারে। শরীরের কোনও অংশে চোট আঘাত লাগলে সেখানকার ক্ষত শরীর নিজে থেকেই সারানো শুরু করে দেয়।
অনেক সময় তা দ্রুত সারানোর জন্য মলম বা ওষুধ মানুষ খেয়ে থাকেন ঠিকই, কিন্তু শরীর নিজের মতও কাজ করতে থাকে। যাতে সেই ক্ষত সেরে যায়। এই মেরামতির কাজ শরীর তার যে কোনও অঙ্গে করতে পারে, কেবল একটি অঙ্গ ছাড়া।
সেই অঙ্গটি হল দাঁত। দাঁত নষ্ট হলে বা ক্ষয়ে গেলে বা ভেঙে গেলে শরীর আর তা সরিয়ে উঠতে পারেনা। সেটা সেই অবস্থায় থেকে যায়। তা শরীর সব অঙ্গের মেরামতি করতে পারে কিন্তু দাঁতের পারেনা কেন? এর পিছনে কারণ রয়েছে।
দাঁত হল শরীরের এমন এক অংশ যাতে কোনও টিস্যু বা তন্তু থাকেনা। ফলে দাঁত খারাপ হলে যে সেখানে নতুন দাঁত গজাবে বা নষ্ট হওয়া অংশকে মেরামতি করবে অন্য টিস্যু কাজে লাগিয়ে তা সম্ভব হয়না।
ফলে দাঁতের কোনও ক্ষতিতে মেরামতি করতে শরীর অক্ষম। তাই দাঁতের ক্ষতি হলে তা সারাতে চিকিৎসকের পরামর্শ নিতে হয় বা তা সেই অবস্থাতেই থেকে যায়।
শরীর দাঁতের কোনও প্রতিকার করতে পারেনা। দাঁত ছাড়া কিন্তু শরীরের যে কোনও অঙ্গের ক্ষত সারাতে তৎপরতার সঙ্গে কাজ করে শরীর।