Health

বোতলবন্দি পানীয় জল পানের দরকার নেই, নতুন পথ দেখালেন বিজ্ঞানীরা

রাস্তায় থাকাকালীন অনেকেই স্বাস্থ্যকর ভেবে মিনারেল ওয়াটারের বোতল কিনে জল পান করে থাকেন। এর কোনও প্রয়োজন নেই। বিকল্প পথ দেখালেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা মনে করছেন যে বোতলবন্দি পানীয় জল পাওয়া যায়, তা মোটেও স্বাস্থ্যকর নয়। অনেকেই মনে করেন মিনারেল ওয়াটার বলে পরিচিত এই বোতলগুলির জল পান করা মানে স্বাস্থ্যকর জল পান। এজন্য একটি জলের বোতলে অনেকগুলো টাকা খরচও করেন তাঁরা।

কিন্তু বিজ্ঞানীরা তা মানছেন না। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত একদল বিজ্ঞানী দাবি করেছেন ওইসব বোতলেও অনেক সময় দূষণ পাওয়া যায়। যা হৃদরোগ, ডায়াবেটিস, হাইপার টেনশন, মোটা হয়ে যাওয়ার মত শারীরিক সমস্যা ডেকে আনে।


সেই সঙ্গে বোতলবন্দি জলের অন্য একটি ক্ষতিকর দিকও তাঁরা তুলে ধরেছেন। তাঁদের দাবি, প্লাস্টিকের বোতলে বন্দি এসব জল সমুদ্রের জলে প্লাস্টিক দূষণে দ্বিতীয় স্থানে রয়েছে।

প্লাস্টিক প্যাকেটের পরই পৃথিবীর জলভাগের সবচেয়ে বেশি ক্ষতি করছে এই প্লাস্টিকের জলের বোতল। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে তাই বিজ্ঞানীরা বোতলবন্দি জল থেকে মানুষকে সরিয়ে এনে তাঁদের নিশ্চিন্ত পানীয় জল পানের সুবিধা তৈরিতে জোর দিয়েছেন।


তাঁদের পরামর্শ নলের সাহায্যে যে পানীয় জল সরবরাহ হয়, তা যদি বিশুদ্ধ এবং নিশ্চিন্তে পানযোগ্য হিসাবে সরবরাহ করা যায়, তাহলে মানুষের আর বোতলবন্দি পানীয় জলের প্রয়োজন থাকবেনা।

এতে পরিবেশ দূষণও কমবে আবার বোতলবন্দি পানীয় জল থেকে অনেক সময় যে শারীরিক সমস্যার সম্ভাবনা থাকছে তাও দূর হবে। প্রসঙ্গত মনে করা হচ্ছে চলতি বছরেই ভারতে মোট বোতলবন্দি পানীয় জল বিক্রি হবে ২ হাজার ৪৯১ কোটি লিটার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button