Health

অপারেশনের সঙ্গে গানের সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক বুঝিয়ে বললেন গবেষকেরা

অপারেশন শব্দটা যতটাই চিন্তার সকলের কাছে, গান জিনিসটা ততটাই আনন্দদায়ক। এদের মধ্যে কোনও সম্পর্ক থাকতে পারে তা এবার সামনে আনলেন গবেষকেরা।

শারীরিক সমস্যা দূর করে একটা সুস্থ জীবন পেতে শরীর থেকে ছেঁটে ফেলতে হয় অপ্রয়োজনীয় বা নষ্ট হয়ে যাওয়া অংশকে। অপারেশনের পর মানুষ সুস্থ হয়ে ওঠেন। জীবনটা ভাল করে কাটাতে পারেন।

কিন্তু অপারেশন শব্দটাই সকলের কাছে চিন্তার। একটা ঝুঁকির দিকও থাকে। আর বড় চিন্তা হল অপারেশনের পরবর্তী পর্যায়। যেখানে কাটা অংশ শুকিয়ে যাওয়া, অপারেশনের ধকল থেকে বেরিয়ে আসা, সুস্থ হয়ে ওঠা, যে কোনও সংক্রমণ থেকে দূরে থাকার প্রয়োজন পড়ে।


এসবের জন্য পোস্ট অপারেটিভ কেয়ার গুরুত্বপূর্ণ। সেই পোস্ট অপারেটিভ কেয়ার যত ভাল হয় ততই রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আর এই সুস্থ করে তোলাটাতে অনুঘটকের কাজ করে সঙ্গীত। এমনই দাবি করছেন একদল গবেষক।

তাঁদের দাবি, অপারেশনের পর যদি রোগীকে সঙ্গীতের মধ্যে রাখা যায় তাহলে তিনি আরও দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সঙ্গীতের মধ্যে থাকলে কর্টিসল স্তর নিচে নামে। এতে রোগীর সুস্থতা অনেক দ্রুত আসতে থাকে।


গবেষকেরা বৈজ্ঞানিকভাবে অপারেশনের পরের পর্যায় এবং সুস্থ হতে মিউজিকের ব্যবহার পরিস্কার করেছেন। ক্যালিফোর্নিয়ার নর্থ স্টেট ইউনিভার্সিটি কলেজ অফ মেডিসিন-এর গবেষকেরা জানাচ্ছেন, রোগী যখন অপারেশনের পর প্রথম জেগে ওঠেন তখন তিনি অনেক সময়ই বুঝতে পারেননা তিনি কোথায়।

এই সময় তাঁর মনকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে দারুণ কাজ করে মিউজিক। অপারেশনের পর মানসিক চাপও অনেক সময় রোগীদের সুস্থ হওয়ার পথে বিঘ্ন ঘটায়। সঙ্গীত কিন্তু এই সময় রোগীদের মানসিক চাপ অনেকটা কমিয়ে দিতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button