কংক্রিটের থেকেও শক্ত অংশ রয়েছে প্রতিটি মানুষের শরীরে, জানেন কোথায়
মানুষের শরীরের অংশগুলি অত্যন্ত স্পর্শকাতর বলেই সকলের জানা। ধাক্কায় হাড় ভেঙে যায়। কিন্তু কংক্রিটের চেয়েও শক্ত একটি অংশও রয়েছে প্রতিটি মানবদেহে।
মানুষের শরীর তেমন ধাক্কায় আঘাত পায়। কেটে গেলে রক্তাক্ত হয়। আবার তেমন চোট পেলে হাড় ভেঙেও যায়। এমন মানবদেহে কংক্রিটের চেয়েও শক্ত একটি অংশ রয়েছে। এটা ভাবতে গেলে কিছুটা অবাক লাগতেই পারে।
এমন ভঙ্গুর দেহে যে এত শক্ত হাড়ও থাকতে পারে সেটা অনেকে বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু বিজ্ঞান এটা নিশ্চিত করেছে যে এই হাড়টি মানুষের দেহের সবচেয়ে শক্ত হাড়ই শুধু নয়, তা কংক্রিটের চেয়েও বেশি শক্ত।
পূর্ণবয়স্ক মানবদেহে ২০৬টি হাড় থাকে। এটা তো স্কুল স্তর থেকেই সকলের জানা হয়ে যায়। এই ২০৬টির মধ্যে একটি হাড়ের নাম হল ফিমার। যা থাকে মানুষের পায়ে।
মানুষের উরুর যে হাড়টি রয়েছে তাকেই ফিমার বলা হয়। এটি কেবল মানুষের দেহের সবচেয়ে শক্ত হাড়ই নয়, এই ফিমারই হল মানুষের দেহের সবচেয়ে লম্বা হাড়।
এটি এতটাই শক্ত যে তা কংক্রিটের চেয়েও শক্ত হয়। উরুর এই ফিমার হাড়টি কংক্রিটের ওপর ৪ গুণ চাপের চেয়েও বেশি চাপ সহ্য করতে পারে। তাতেও তার ক্ষতি হয়না।
মহাভারতে দুর্যোধনের ঊরুভঙ্গের কাহিনি সকলের জানা। ভীমের গদার প্রহারে দুর্যোধনের ঊরুর হাড় ভেঙে যায়। সেই ঊরুভঙ্গ যে কতটা শক্ত কাজ তা ফিমারের শক্তি সম্বন্ধে ধারনা হলেই পরিস্কার হয়ে যায়।