এক আধ দিন নয়। ৪০ বছর ধরে পরীক্ষা চালানোর পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকেরা। এই পরীক্ষা লব্ধ তথ্য বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে খুব আশ্চর্যজনকভাবে জুন এবং জুলাই মাসে ৫ থেকে ৩৪ বছরের মধ্যে বয়স এমন পুরুষদের মৃত্যুর হার সবচেয়ে বেশি।
অন্যদিকে শীতকালে বেশি মারা যাচ্ছেন ৪৫ বছরের বেশি পুরুষ ও মহিলারা। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তাঁদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। কিন্তু এই বয়সের মানুষের আবার জুন থেকে অগাস্টের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম।
অবাক করা এই তথ্য নিয়ে রীতিমত শোরগোল পড়ে গেছে। বয়সের সঙ্গে সঙ্গে ঋতুর প্রভাব যে একটা বড় ভূমিকা নিচ্ছে তা আপাত দৃষ্টি থেকে পরিস্কার। প্রভাব এতটাই যে মৃত্যু নিশ্চিত হচ্ছে ঋতুর ওপর। অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন মার্কিন মুলুকে বিভিন্ন বয়সের মানুষের মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা