ত্বকের ক্যানসারে মৃত্যুর হারে কারা এগিয়ে, জানালেন গবেষকরা
ত্বকের যত্ন সম্বন্ধে অনেক বেশি সচেতন মহিলারা। পুরুষদের তুলনায় তাঁরা ত্বকের যত্ন অনেক বেশি নিয়ে থাকেন। এমনই মনে করছে ব্রিটিশ গবেষকদের একটি দল।
স্কিন ক্যানসারে মহিলাদের চেয়ে অনেক বেশি আক্রান্ত হন পুরুষরা। স্কিন ক্যানসার বা ত্বকের ক্যানসারে মৃত্যুর হারে পুরুষরা অনেকটাই এগিয়ে।
বিশেষত ত্বকের ক্যানসারের সবচেয়ে খারাপ ধরণ মেলানোমা ১৯৮৫ সালের পর থেকে পুরুষদের সবচেয়ে বেশি আক্রান্ত করেছে। এমনই মনে করছে ব্রিটিশ গবেষকদের একটি দল।
কেন এমন হয়? কেন মহিলাদের চেয়ে পুরুষরা ত্বকের ক্যানসারে বেশি আক্রান্ত হন? সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন গবেষকেরা। তাঁদের দাবি, ত্বকের যত্ন সম্বন্ধে অনেক বেশি সচেতন মহিলারা।
পুরুষদের তুলনায় তাঁরা ত্বকের যত্ন অনেক বেশি নিয়ে থাকেন। অন্যদিকে পুরুষদের চামড়া অনেক বেশি রোদ খায়। রোদে পোড়ে। এ নিয়ে বিশেষ সচেতনও নন পুরুষরা।
এদিকে অতিরিক্ত সময় চামড়া সূর্যের প্রখর কিরণ বা আলট্রা ভায়োলেট রশ্মির সংস্পর্শে এলে মেলানোমা জাতীয় ত্বকের ক্যানসারের সম্ভাবনা বাড়ে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা