ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি-র কথা এখন প্রায় সকলের জানা। ক্যানসার রুখতে কেমো দেওয়া হয় রোগীদের। আর কেমো দেওয়া মানেই চুল পড়তে থাকা। ক্রমশ চুল উঠে যাওয়ায় রোগীরা মানসিকভাবে বিপর্যস্ত হতে থাকেন। বিশেষত মহিলারা। একে ক্যানসারের চিন্তা। তারওপর কেমোর ফলে চুল উঠতে থাকা। এই চুল ওঠা অনেকেই মন থেকে মেনে নিতে পারেননা। ফলে মানসিক অবসাদের শিকার হন। ঠিক এই জায়গাতেই হয়তো আগামী দিনে রোগীদের নিশ্চিন্ত করতে চলেছে বিজ্ঞান।
কেমো দিলেও যাতে চুল না পড়ে তার রাস্তা বার করতে সমর্থ হয়েছেন একদল গবেষক। ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি জার্নালে জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসায় ট্যাক্সানেস নামে যে ওষুধ ব্যবহার হয় তার প্রভাবে কোনও রোগীর চিরদিনের জন্য চুল পড়ে যেতে পারে। কিন্তু তাঁরা একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যাতে এই চুল পড়া রোখা সম্ভব।
ঠিক যে কারণে চুলের গোড়া কেমোর জন্য নষ্ট হতে থাকে সেই কারণটা খুঁজে তা রোখার বন্দোবস্ত করতে সক্ষম হয়েছেন গবেষকেরা। তবে এখনও তাঁদের এই চিকিৎসা সম্পূর্ণ গৃহীত হয়ে বাজারের আসেনি। তবে গবেষকরা জানিয়েছেন, বিশেষত ব্রেস্ট ক্যানসারের রোগীদের ক্ষেত্রে এমনিতেই একটা মানসিক অবসাদ পেয়ে বসে। তার ওপর তাঁর চুলও উঠতে থাকে। যা হয়তো আরও বড় অবসাদের কারণ হয়। তাই চুলের গোড়াকে কেমোর প্রভাব থেকে রক্ষা করে তাঁরা চুলকে বাঁচানোর রাস্তা খুঁজেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা