স্থূলকায় মানুষ। যাঁদের গোদা বাংলায় মোটা বলে চিহ্নিত করা হয়ে থাকে। অনেকের ধারণা আছে যে মোটা চেহারার কারণে এঁরা নারীর সঙ্গে ঘনিষ্ঠতায় অনেকটা পিছিয়ে থাকেন। তাঁদের মধ্যে একটা অস্বস্তি সবসময় কাজ করে। কিন্তু তা যে ধারণা মাত্র এবং তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই তা মোটামুটি প্রমাণ করে ফেললেন গবেষকেরা। ব্রিটেনের ২টি বিশ্ববিদ্যালয়ের মিলিত গবেষণায় যে তথ্য বেরিয়ে এসেছে তা রীতিমত চমকে দেওয়ার মত। মিলনে অনেক বেশি সক্ষম স্থূলকায় পুরুষরাই।
গবেষকেরা জানাচ্ছেন তাঁরা এই গবেষণার জন্য ৫ হাজার দম্পতিকে বেছে নিয়েছিলেন। এমন দম্পতি যাঁরা নিয়মিত স্বাভাবিক দাম্পত্য সম্পর্কে অভ্যস্ত। এবার এঁদের মধ্যে স্থূলকায় পুরুষ ও পাতলা চেহারার পুরুষদের আলাদা করা হয়। এরপর তাঁরা তাঁদের স্ত্রীদের সঙ্গে কতটা মিলিত হতে পারছেন তা পরীক্ষা করা হয়। কঠোর নজর রাখা হয় তাঁদের দৈহিক ইচ্ছা ও সময়ের ওপর।
গবেষকরা দেখেন নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে পাতলা চেহারার পুরুষদের চেয়ে অনেক বেশি বার মিলিত হতে পছন্দ করছেন স্থূল চেহারার পুরুষরা। অনেক ক্ষেত্রে তা পাতলা পুরুষদের চেয়ে ৩ গুণ বেশি। গবেষকেরা জানান, স্থূল চেহারার মানুষজনের শরীরে অনেক বেশি পরিমাণে এনার্জি সঞ্চিত থাকে। যা তাঁরা বার্ন করতে চান। আর স্বাভাবিক দাম্পত্যের মধ্যে দিয়ে তা করার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা