ভারতেও ধরা পড়ল নোবেল করোনা ভাইরাস আক্রান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সেকথা জানানো হয়েছে। ফলে করোনা আক্রান্ত দেশের তালিকায় এবার ঢুকে পড়ল ভারতের নামও। এর আগেই ভারতের ২ প্রতিবেশি দেশ নেপাল ও শ্রীলঙ্কায় এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছিল। কেরালায় এক করোনা আক্রান্ত তরুণের খোঁজ মিলেছে। চিনের উহান বিশ্ববিদ্যালয়ে পাঠরত ওই ছাত্রের দেহে এই মারণ রোগের ভাইরাস মিলেছে।
করোনা আক্রান্ত ওই তরুণকে একদম আলাদা করে রাখা হয়েছে। তাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্তও তার অবস্থা স্থিতিশীল। কেরালার ৬ জনকে করোনা আক্রান্ত হতে পারেন বলে মনে করে তাঁদের রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে ৫ জনের রক্তে এই ভাইরাসের অস্তিত্ব না মিললেও ওই তরুণের রক্তে ভাইরাসটির অস্তিত্ব মেলে। তারপরই তাঁকে একদম আলাদা করে দেওয়া হয়। তাঁর চিকিৎসা শুরু হয়।
চিন থেকে আসা সব যাত্রীকেই বিমানবন্দরে পরীক্ষা করেই ভারতে ঢোকানো হচ্ছে। এমনকি চিন থেকে কোনও জাহাজ এলে তারও কর্মীদের সকলকে পরীক্ষা করা হচ্ছে বন্দরগুলিতে। তারপরও ঠেকানো গেলনা করোনা আক্রান্ত। তবে একটি মাত্র কেসই পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চিনে এখনও পর্যন্ত ১৭০ জন করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন। প্রায় ৮ হাজার মানুষের দেহে সেখানে করোনার অস্তিত্ব মিলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা