ভারতে ফের থাবা বসাল করোনা ভাইরাস। এবারও কেরালায়। এবারও সেই এক পড়ুয়ার দেহে মিলল এই নোবেল করোনা ভাইরাসের অস্তিত্ব। এবারও সেই পড়ুয়া চিনের উহান শহরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। সোমবার তৃতীয় জনের দেহে করোনা পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ওই ছাত্রকে একদম আলাদা করে রাখা হয়েছে। তাঁর ওপর সবসময় নজর রাখা হচ্ছে।
কেরালার কাসারগোড় জেলার কানানগাদ-এর বাসিন্দা ওই তরুণ ছাড়াও আগে যে ২ তরুণ করোনা আক্রান্ত তারা ২ জনই উহানের পড়ুয়া। ফলে উহান থেকে আসা পড়ুয়াদের দেহে এক এক করে করোনার সংক্রমণ পাওয়া যাচ্ছে। সেকথা মাথায় রেখেই সোমবার কেরালার স্বাস্থ্যমন্ত্রী জানান, আরও কয়েকজনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যেতে পারে বলেই মনে করছেন তিনি।
সোমবার নতুন করে যে ছাত্রের দেহে করোনা ভাইরাস মিলেছে তাঁকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর আগে যে ২ জনের দেহে করোনা মিলেছিল তাঁদের অবস্থার উন্নতি হচ্ছে। তবে কোনও ওষুধের প্রভাবে নয়। কারণ করোনা ভাইরাসের কোনও ওষুধ এই মুহুর্তে তৈরি হয়নি। চিকিৎসকেরা কিছু বিধিবদ্ধ নজরদারি ও যত্ন করে চলেছেন। যাতে আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা