হয় পোশাক পরুন, নয়তো রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান, অপমানে লাল অভিনেত্রী
এক অভিনেত্রীকে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বললেন রেস্তোরাঁর কর্মচারিরা। তাঁকে বলা হয় হয় পোশাক পরুন, নয়তো দোকান থেকে বেরিয়ে যান।
দোকানটা সোনালি রূপকথার মত সমুদ্রতটটা থেকে কিছুটা দূরে। তবে সেখানে বালি পেরিয়ে হেঁটেই পৌঁছনো যায়। বিকেল হলেও তখন বেশ গরম। ৩২ বছর বয়সী জনপ্রিয় অভিনেত্রী ওই বালি পেরিয়ে ৩ সন্তানকে নিয়ে সমুদ্রের ধার ছেড়ে চলে আসেন ওই কফি শপ ও রেস্তোরাঁর কাছে।
দোকানের বাইরেই পানীয়ের আউটলেট। সেখানে ৩ সন্তানকে নিয়ে সরবতে চুমুক দেওয়ার সময় বিকেলের প্রবল গরম থেকে বাঁচতে অভিনেত্রীর মনে হয় একটু রেস্তোরাঁর ভিতরে গিয়ে এসিতে বসে খাওয়া যাক।
সেইমত তিনি রেস্তোরাঁর ভিতরে ঢোকেন। কিন্তু বসার আগেই রেস্তোরাঁর এক কর্মী তাঁকে সাফ জানান হয় তিনি ঠিকঠাক পোশাক পরে আসুন, নয়তো দোকান থেকে বেরিয়ে যান।
একথা শোনার পর হলিউড তারকা হেলেন ফ্লানাগান-এর মুখ লজ্জায় অপমানে লাল হয়ে ওঠে। তাঁর পরনে ছিল সোনালি রংয়ের বিকিনি। কিন্তু কেবল বিকিনি পরে ওই দোকানে বসা যাবেনা বলে জানিয়ে দেন ওই কর্মী। নিদেনপক্ষে একটি টিশার্ট বা কাফতান থাকতে হবে।
এই সময় লজ্জায় লাল হয়ে যাওয়া হেলেনের পাশে এসে দাঁড়ান ওই দোকানেই বসে থাকা আরও এক পর্যটক। তিনি তাঁর সঙ্গে থাকা তাঁর বোনের একটি পোশাক হেলেনকে দেন। সেটি পরে অবশেষে দোকানে বসার সুযোগ পান হেলেন। পরে সেই পোশাক হেলেন ফিরিয়েও দেন। তাঁকে ধন্যবাদও জানান।
প্রসঙ্গত ‘করোনেশন স্ট্রিট’ খ্যাত তারকা হেলেন ১৩ বছর ধরে ফুটবলার স্কট সিনক্লেয়ার-এর সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত থাকাকালীন তাঁর ৩ সন্তান হয়। যদিও গত বছর বিয়ের আগেই হেলেন ও স্কটের ছাড়াছাড়ি হয়ে যায়।
হেলেন ছুটি কাটাতে তাঁর ৩ সন্তানকে নিয়ে বার্বাডোসে গিয়েছিলেন। সেখানেই এই পোশাক বিভ্রাটের ঘটনা ঘটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা