রোদে পুড়ে মাঠে গম কাটলেন ড্রিম গার্ল
তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বকালের অন্যতম সেরা নায়িকা। সেই হেমা মালিনী এবার দেখিয়ে দিলেন যে তিনি রোদে পুড়ে মাঠে গম কাটাতেও সমান পারদর্শী।
তিনি অভিনয় করেন, তিনি আবার রাজনীতির ময়দানেও সমান দক্ষ, আবার তিনি কৃষকদের সঙ্গে মাঠেও রোদে পুড়ে গম কাটায় পারদর্শী। এমনই এক সক্ষমতার মেলবন্ধনকে হাতে হাত মিলিয়ে দেখিয়ে দিলেন হেমা মালিনী।
হেমা মালিনী এমন এক নাম যাঁকে দেশের মানুষ এক ডাকেই চেনেন। ভারতীয় চলচ্চিত্রে তিনি একাই একটা যুগ সৃষ্টি করেছিলেন। পর্দায় তাঁকে দেখে মানুষ যতটা মুগ্ধ হতেন, তাঁকে পাশে পেয়ে ততটাই মুগ্ধ কৃষকরা।
মথুরায় চাষাবাদে মহিলাদের যোগদানও দেখার মতন। পুরুষদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাঁরা গম চাষের সময় নানা কাজ করেন। গম কাটার সময় মহিলাদের একটা বড় অংশের অবদান থাকে।
মাঠ ভরা সেই সোনালি গমে এবার কৃষক মহিলাদের পাশাপাশি হাত পড়ল হেমা মালিনীর। তিনিও মহিলাদের সঙ্গে নেমে পড়েছিলেন গম ক্ষেতে। তারপর মাথার ওপর চড়া রোদ সহ্য করেই মাঠে নেমে কাস্তে হাতে গম কাটা শুরু করেন।
যা তিনি বেশ দক্ষতার সঙ্গেই যে করতে পেরেছেন তা তাঁর হাতে ধরা গমের গোছা থেকে পরিস্কার। হেমা মালিনীর হাসি মুখ বলে দিচ্ছে তিনি মাঠে নেমে গম কাটতে পেরে বেজায় খুশি।
মথুরা শহরের বাইরে যে বিশাল ক্ষেত জমি রয়েছে সেখানে গম এক অন্যতম ফসল। সেই গম কেটেই নিজের জন সংযোগটা আরও একবার ঝালিয়ে নিলেন বলিউডের ড্রিম গার্ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা