পি টি ঊষা পারেননি। সাইনি আব্রাহাম পারেননি। মিলখা সিং পারেননি। কিন্তু হিমা দাস পারলেন। বিদ্যুতের গতিতে ৪০০ মিটারের স্বপ্নের দৌড় শেষ করলেন ৫১.৪৬ সেকেন্ডে। বিশ্বকে দেখিয়ে দিলেন ভারতও পারে। গড়লেন ইতিহাস। ফিনল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় উড়িয়ে দিলেন তিরঙ্গা। সকলকে পিছনে ফেলে জিতে নিলেন সোনা। দৌড় শেষে দর্শকদের দিকে চেয়ে হাতে নেড়ে বুঝিয়ে দিলেন ভারতও পারে। তাদের সমর্থন করো। কোনও বিশ্ব অ্যাথলেটিক্স মিটে দৌড়ে এটাই ভারতের প্রথম সোনা জয়। ফলে অবশ্যই ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় হিমা দাস নামে জন্ম হল এক উজ্জ্বল নক্ষত্রের।
ফিনল্যান্ডে বসেছে বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স মিট। সেখানেই ৪০০ মিটার দৌড়ে ভারতের প্রতিনিধিত্ব করছিলেন অসমের অষ্টাদশী হিমা দাস। দৌড় শুরুর পর প্রথমে কিছুটা পিছিয়েই ছিলেন তিনি। কিন্তু প্রায় শেষ পর্যায়ে পৌঁছে বাস্তবেই বিদ্যুতের গতি নিল হিমার পা। এক এক পরে পিছনে ফেলতে লাগল সকলকে। আর জয়ের কাছে পৌঁছে হিমা অনেকটাই পিছনে ফেলে দিলেন বাকিদের। কমেন্ট্রি বক্সেও তখন উত্তেজনার শেষ নেই। কোনও ভারতীয়ও যে দৌড়ে বিশ্ব মিটে সোনা জিততে পারেন তা বোধহয় তাঁরাও নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। অসমের এক কৃষক পরিবারের মেয়ের এই অসামান্য কৃতিত্বে গোটা দেশ আজ সত্যিই গর্বিত।