দেশের হয়ে যে মেয়ে প্রথম বিশ্ব পর্যায়ের দৌড় প্রতিযোগিতা থেকে সোনা এনে দিয়েছেন তাঁকে আগে শুভেচ্ছা না জানিয়ে তাঁর ইংরাজিতে কথা বলার ক্ষমতা নিয়ে কটাক্ষ করল ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। ট্যুইটারে সেই কটাক্ষ নিয়ে দেশ জুড়ে ছি ছি পড়ে গেছে। আরও মজার বিষয় যে ট্যুইট করে ফেডারেশন হিমার ইংরাজি বলার ক্ষমতা নিয়ে কটাক্ষ করেছে, সেই ট্যুইটেই তারা স্পিকিং বানান ভুল লিখেছে! এরাই নাকি দেশের সোনার মেয়ের ইংরাজি বলার ক্ষমতা নিয়ে কটাক্ষ করে! দেশের প্রধানমন্ত্রী অনেক আশা নিয়ে বলেছেন ভারত অলিম্পিক্স থেকে আরও বেশি সোনা আনবে ২০২২ সালে। সেভাবেই নাকি ক্রীড়াক্ষেত্রে নজর দেওয়া হবে। আর আদপে ক্রীড়া সংগঠনের এই অবস্থা!
ফেডারেশনের এই মনোভাব নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে। ভারতে ক্রীড়া প্রতিভার হয়ত অভাব নেই। কিন্তু বেশ কিছু ফেডারেশনকে ঢেলে না সাজালে এমন হিমারা আগামী দিনে হারিয়ে যাবেন বলেই আশঙ্কা করছেন অনেকে। অনেকে পরিস্কার জানিয়েছেন, ফেডারেশন ভুলে গেছে ওখানে হিমা তাঁর ইংরাজি কথনের পাণ্ডিত্য দেখাতে হাজির হননি। দৌড়ের প্রতিভা দেখাতে হাজির হয়েছিলেন। যেখানে তিনি ১০০ শতাংশ সফল। ফেডারেশনের এমন মানসিকতা কিন্তু ভারতীয় ক্রীড়ার উন্নতির পথে চিরকাল অন্তরায় হয়ে থাকবে। অনেকে তো এমন প্রশ্নও তুলছেন যে তবে কী ফেডারেশন কোনও কারণে খুশি হতে পারলনা হিমার এই অনন্য কীর্তিতে? ভারতীয় ক্রীড়া মন্ত্রকের কিন্তু বিষয়টা খতিয়ে দেখার হয়ত সময় এসেছে।