ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হলেন হিনা জয়সওয়াল। স্বাধীন ভারতের বায়ুসেনায় প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে ইতিহাসের পাতায় জায়গাও করে নিলেন তিনি। তাঁদের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার ফোর্স স্টেশনে কোর্স সম্পূর্ণ করার পর ১১২ নম্বর হেলিকপ্টার ইউনিট থেকে তাঁকে ফ্লাইট লেফটান্যান্ট পদে নিয়োগ করা হল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।
তাঁর ৬ মাসের কোর্সে হিনা পুরুষ সহপাঠীদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন। দায়িত্বজ্ঞান, অধ্যাবসায় ও মনপ্রাণ ঢেলে কাজ শেখার তাগিদ এই কদিনে তাঁর মধ্যে ধরা পড়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। চণ্ডীগড়ের মেয়ে হিনা পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করেন।
হিনা জানিয়েছেন এটা তাঁর জন্য বহু দিনের স্বপ্ন সত্যি হওয়া। ছোট থেকেই তিনি স্বপ্ন দেখতেন যে একদিন তিনি সেনার পোশাক পরবেন। আর সেই পোশাকে আকাশে উড়বেন। সেই স্বপ্ন তাঁর এদিন সত্যি হল। আপাতত হেলিকপ্টার ইউনিটের দায়িত্বে থাকছেন হিনা। সে বরফাবৃত সিয়াচেন হিমবাহ হোক বা আন্দামান সাগর, যে কোনও জায়গায় প্রয়োজনে পৌঁছে যাওয়ার দায়িত্বে থাকছেন তিনি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)