
৬ অগাস্ট। ১৯৪৫-এর এই দিনটাতেই জাপানের হিরোশিমা শহরে ‘লিটিল বয়’ নামে একটি পরমাণু বোমা ফেলে আমেরিকা। পরে বোমা ফেলা হয় নাগাসাকিতেও। মারা যান প্রায় ৪ লক্ষ মানুষ। সেই ভয়ংকর ঘটনায় ৭১ বছর পর এদিন পরমাণু বোমায় মৃতদের আত্মার শান্তি কামনা ফুল দিয়ে করে তাঁদের শ্রদ্ধা জানান হল হিরোশিমা মেমোরিয়ালে। হিরোশিমার ওপর আমেরিকা ‘লিটিল বয়’ ফেলেছিল স্থানীয় সময় সকাল সওয়া আটটায়। ঠিক সেই সময়েই হিরোশিমা মেমোরিয়ালে এদিন অনুষ্ঠিত হয় একটি প্রার্থনা। জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের সঙ্গে এই প্রার্থনায় অংশ নেন ৫০ হাজারের ওপর মানুষ। প্রার্থনা শেষে সিনজো আবে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার আহ্বান জানান।