
রাত পোহালেই দোল। রঙের উৎসবে মেতে উঠবে বাংলা। তার আগে মঙ্গলবার দিনভর রঙের দোকানে কেনাকাটার ব্যস্ততা। কচিকাঁচাদের উৎসাহই সবচেয়ে বেশি। পিচকারি থেকে রং, আবীর থেকে মুখোশ, দোকানে দাঁড়িয়ে চলল বাছাই। বুধবারের সকালের রংবাজির জন্য ছোটদের আবদার মেটাতে বাবা-মায়েদের উৎসাহও কিছু কম ছিলনা। এদিকে প্রতি বছরের মত এ বছরও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটির পর শুরু হয় দোলখেলা। রঙে, আবীরে দোলের আগের দিনই রঙিন ছাত্রছাত্রীরা। এ বছরও ভেষজ রঙের একটা কাটতি নজর কেড়েছে। এদিকে রঙের উৎসবকে কেন্দ্র করে শহর জুড়ে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন।