কলকাতা সহ গোটা রাজ্যে গত বৃহস্পতিবারই পালিত হয়েছে দোল। এদিন হোলি। হোলিতে বাঙালিরা তেমন মেতে ওঠেননা। কিন্তু শহর কলকাতার অনেক জায়গায় অবাঙালি মানুষের বসবাস। তাঁদের কাছে এই দিনটাই রঙয়ের উৎসব। তাই এদিন সকাল থেকেই বড়বাজার, অ্যাকোয়াটিকা, নিক্কোপার্ক সহ বিভিন্ন আবাসনে হোলির হৈচৈ শুরু হয়েছে সকাল থেকেই। বেলা যত গড়িয়েছে ততই রঙিন হয়েছে চারপাশ। অনেকেই পরিবার নিয়ে নেমে পড়েছেন হোলি খেলতে। সূর্য যতই মাথায় চড়েছে ততই রঙের পরত পুরু হয়েছে। লালের সঙ্গে মিশেছে সবুজ, নীলের সঙ্গে মিশেছে হলুদ। আবিরে, রঙয়ে, নাচে, গানে হৈ হুল্লোড়ে সকলে মেতে উঠেছেন রঙ খেলায়।
বর্ধমান শহরেও এদিনই রঙ খেলা। বর্ধমান রাজার নির্দেশ মেনে এখানে বরাবর দোলের দিন রঙ খেলা হয়না। রঙ খেলা হয় হোলির দিন। ফলে সেখানেও এদিন সকাল থেকেই রঙ খেলায় মেতেছেন বাচ্চা বুড়ো সকলেই। রাজ্যের অন্যান্য অংশেও টুকটাক হোলি খেলা চলছেই।