গোটা দেশটা এদিন যাঁদের জন্য শান্তিতে হোলি পালন করছেন। নিশ্চিন্তে পরিবার নিয়ে মেতে উঠেছে হোলির আনন্দে। দেশের সেই সীমান্তরক্ষীরা কিন্তু প্রাণ হাতে করে এদিনও অতন্দ্র প্রহরায় মগ্ন। পরিবার পরিজন থেকে এই মহোৎসবেও অনেক অনেক দূরে কোনও বাঙ্কারে, ওয়াচ টাওয়ারে, পোস্টে চোখের পলক না ফেলে তাকিয়ে আছেন সীমান্তের ওপারে। যাতে আমাদের দেশের মাটিতে কোনও অনিষ্টকারীর পা না পড়ে। কেউ বিনা অনুমতিতে লুকিয়ে ঢুকে না পড়তে পারে ভারতভূমিতে।
সেই অতন্দ্র প্রহরার ফাঁকেই তাঁরাও এদিন হোলির আনন্দে মেতে উঠলেন। উচ্চতর আধিকারিকের নির্দেশ মেনে যখনই তাঁরা অফ ডিউটি হয়েছেন তখনই সকলে মেতে উঠেছেন হোলির আনন্দে। নিজেদের মত করে। রঙিন করে নিয়েছেন নিজেদের। রাঙিয়ে দিয়েছেন একে অপরকে। নেচে গেয়ে, হৈহুল্লোড় করে। এইটুকুই তো ফুরসত! তারপর আবার ফিরতে হবে প্রহরায়। দেশের সুরক্ষার গুরুভার যে তাঁদের কাঁধেই।