বুধবার সকালে আলো ফোটার অপেক্ষা। গোটা রাজ্য মেতে উঠল রঙিন উৎসবে। ভোরেই অনেক পাড়ায় প্রভাত ফেরি বার হয়। রবীন্দ্র সঙ্গীতের সুরে বাসন্তী শাড়িতে কচিকাঁচাদের পা মেলানো দিয়ে শুরু হয় রঙের উৎসব। তারপর বেলা যত গড়িয়েছে ততই রঙের পরত মোটা হয়েছে। মিলে গেছে লাল, সবুজ, নীল, হলুদ। অনেক জায়গায় আয়োজন করা হয়েছিল দোল উৎসবের। রঙ খেলার পাশাপাশি চলে ডিজের তালে নাচ, খাওয়া দাওয়া আর চুটিয়ে আনন্দ। বাদ যাননি ছোট বা বড় পর্দার সেলিব্রিটিরাও। আর ছিল পাড়ায় পাড়ায় দোল খেলার পরিচিত ছবি। এবার শহরে রঙের পাশাপাশি আবীরের ব্যবহার অনেকটাই বেড়েছে। ত্বক সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি এর পিছনে বড় কারণ বলে মনে করছেন অনেকে। এদিন সকালে শান্তিনিকেতনে প্রথা মেনেই শুরু হয় বসন্ত উৎসব। রাঙিয়ে দিয়ে যাওয়ের সুরে বিশাল প্রাঙ্গণে শুরু হয় দোল খেলা। ফাগের রঙে রাঙা হয়ে যায় শান্তিনিকেতনের আকাশ। এদিন মায়াপুরেও দোল উৎসব পালিত হয়। ইস্কন মন্দিরে রঙে, নাচে, গানে মেতে ওঠেন বহু বিদেশি।
Leave a Reply