বেলুড় মঠের প্রাঙ্গণে এদিন সকালে হোলি উৎসব পালিত হল সাড়ম্বরে। এখানে হোলির দিন রঙ খেলার প্রচলন। সেইমত এদিন সন্ন্যাসীরা মেতে ওঠেন হোলির আনন্দে। আবিরের রঙে রাঙা হয়ে নেচে ওঠেন তাঁরা। খোল করতাল সহযোগে সুরের তালে তালে চলে হোলি।
মূলত গেরুয়া রঙই ছিল এখানে আবিরের রঙ। সেই রঙ মেখে চিরাচরিত রীতি মেনে নাচতে নাচতে গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন সন্ন্যাসীরা। চলে হৈহৈ করে রঙ খেলা। আকাশে ওড়ে ফাগ। আনন্দে সামিল হন পড়ুয়ারাও। সবমিলিয়ে বেলুড় মঠে পরম্পরা মেনেই পালিত হল হোলি উৎসব।