শুক্রবার সকাল সকাল দিল্লিতে হোলি খেলতে নেমে পড়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর বাসভবনে যাঁরাই এসেছেন তাঁদেরই গোলাপি আবির মাখিয়ে দিয়েছেন রাজনাথ। নিজেও মেখেছেন। হাসি মুখে দিনটা কাটিয়েছেন তিনি। রাজনীতি থেকে অনেক দূরে দিনটাই যে একদম অন্যরকম। আজ হোলি। সব ভুলে আনন্দ করার দিন। সেই আনন্দে সামিল হয়েছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভিও। তাঁর বাসভবনেও পালিত হয় হোলি। সামিল হন অনেকে। এছাড়াও কেন্দ্রের অনেক রাজনীতিবিদই এদিন ছিলেন রঙের আনন্দে মাতোয়ারা।
একই ছবি ধরা পড়েছে বাংলাতেও। গত বৃহস্পতিবার দোলের দিন অনেক নেতাকে রঙের উৎসবে সামিল হতে দেখা গিয়েছিল। এদিন হোলির সকালে দেখা মিলল আরও অনেক নেতামন্ত্রীর। হাওড়ায় হোলি খেলতে রাস্তায় নামেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। নাচে গানে হোলি উৎসবে সামিল হন তিনি। হোলিতে সামিল হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন তিনি। আবার স্বভূমিতে নিজের এলাকায় রঙয়ের খেলায় মেতে ওঠেন বিধায়ক সুজিত বসুও। তাঁর এলাকায় একটা বড় অংশের ভোটার অবাঙালি। তাই হোলির দিন স্বভূমিতে ছিল শুধু রঙ আর রঙ। আর সেখানেই এলাকাবাসীর সঙ্গে হোলিতে মেতে ওঠেন সুজিত বসু। গাইলেন গানও।