National

দেশ জুড়ে পালিত রঙয়ের উৎসব হোলি

Holiদেশ জুড়ে পালিত হল রঙের উৎসব হোলি। সকাল থেকেই দেশের কোণায় কোণায় রঙখেলায় মেতে ওঠেন মানুষজন। হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মুম্বইতে জলের সমস্যার কারণে শুখা হোলি বা শুকনো হোলি পালিত হচ্ছে। তাই অন্যান্য বছরের মত ডিজে আছে ঠিকই কিন্তু রেন ড্যান্স বা জল রঙের ব্যবহার নেই বললেই চলে। স্বভাবতই বেড়েছে আবিরের ব্যবহার। জল সমস্যা দিল্লিতেও। তাই এবার বাসভবনে সুখা হোলি খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছিলেন আপ নেতা মনীশ সিসোডিয়া, কুমার বিশ্বাসের মত নেতারা।

হোলির রঙের মুখ ঢাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দলীয় কর্মীদের সঙ্গে হোলি খেলতে দেখা যায় তাঁকে। হোলি খেলেন বিজেপি সভাপতি অমিত শাহ। রঙিন মুখে দলীয় কর্মীদের আবদার মিটিয়ে সেলফিও তোলেন। বাসভবনে দলীয় কর্মীদের সঙ্গে হোলি খেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। ছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীও। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বাড়িতেও পালিত হয় হোলি উৎসব। এছাড়া দেশ জুড়েই এদিন হোলির উৎসব পালিত হয়। রঙে আবিরে রঙিন হয়ে ওঠেন মানুষজন। অনেক জায়গায় সঙ্গে ছিল ভাং আর ঠান্ডাইয়ের আয়োজনও। উদয়পুরে পরম্পরা মেনে কাদা মেখে হোলি খেলেন মহিলারা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button