রং খেলায় এবার অন্য পিচকারি আর বিশেষ রংয়ে মাতবে দেশের একাংশ
রংয়ের উৎসব দোল এসে পড়েছে। রং, পিচকারির দোকান ছড়িয়ে পড়েছে কোণায় কোণায়। দেশের একাংশে এবার কিন্তু বিশেষ রং আর অন্য পিচকারির মাতামাতি।

রংয়ের উৎসব এবারও তার মত করে পালিত হতে চলেছে। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় রং, পিচকারির দোকান সেজে উঠেছে। সপ্তাহান্তে ভাল বিক্রির আশায় অপেক্ষা করছেন দোকানিরা। মরসুমি বাজারে যা বিক্রি ওই ৩ থেকে ৪ দিনেই।
অন্যবারের মত, নানা রংয়ের সঙ্গে বিভিন্ন রংয়ের আবিরের পসরা সেজে উঠেছে। তবে চেনা রং আর পিচকারির বাইরে বেরিয়ে এবার দেশের একাংশ একটি বিশেষ রংয়ে মাতোয়ারা হতে চলেছে।
অন্তত বিক্রির হিড়িক তাই বলছে। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার পিচকারির জগতে অন্যতম মুখ হয়ে উঠেছেন। সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
উত্তরপ্রদেশে এবার দোলের রং বিক্রেতাদের কাছে আবির মানেই গেরুয়া। সাধারণত আবিরের জগতে একটা সময় ছিল যখন কেবল লাল, গোলাপি এবং সবুজ আবির রাজত্ব করত। সময়ের সঙ্গে এখন নানা রংয়ের আবির ব্যবহার হচ্ছে। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় লাল আর হলুদ বলে দাবি বিক্রেতাদের।
উত্তরপ্রদেশে কিন্তু ছবিটা একদম আলাদা। সেখানে গেরুয়া আবিরের চাহিদা এবার তুঙ্গে। ব্যতিক্রমী ছবি ধরা পড়ছে পিচকারির ক্ষেত্রেও। চেনা পিচকারির বাইরে বেরিয়ে এবার সেখানে দারুণ চাহিদা ২টি বিশেষ পিচকারির।
একটি হল বুলডোজার পিচকারি। অন্যটি ২টি কামরার ট্রেনের। সেই ট্রেনের ২টি কামরায় রং ভরা থাকছে। একে বলা হচ্ছে ডবল ইঞ্জিন পিচকারি।
যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের ছবি লাগানো রয়েছে। এবার প্রধানমন্ত্রীর মুখের আদলে মুখোশের বিক্রিও তুঙ্গে উত্তরপ্রদেশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা