
বিশ্বকাপ চলছে। সেমিফাইনালে নিয়ে চাপ রয়েছে। তাতে কী। হোলি তে কী হাত গুটিয়ে বসে থাকা যায়। তাই এদিন টিম বাসের মধ্যেই হোলিতে মাতলেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। ক্যাপ্টেন ধোনি চুপচাপ থাকলেও বিরাট কোহলি ছিলেন রং মাখাতে ব্যস্ত। হাতে সবুজ আবিরের প্যাকেট নিয়ে সতীর্থদের কাছে গেছেন। মাখিয়ে দিয়েছেন রং। গানও গেয়েছেন। শিখর ধাওয়ান থেকে রোহিত শর্মা, সকলেই গলা মিলিয়েছেন রং বরষের সুরে। চুপচাপ থাকলেও রঙের ছোঁয়া থেকে বাদ যাননি ধোনিও। শুধু পুরুষ দল নয়, ভারতীয় মহিলা ক্রিকেট দলও এদিন অনুশীলনের ফাঁকে চুটিয়ে হোলি খেলল। লাল, নীল, হলুদ, সবুজ, কোনও রংই বাদ যায়নি।