World

প্রবল ভূকম্পনে কাঁপল হন্ডুরাস, মাত্রা ৭.৬

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য আমেরিকার রাষ্ট্র হন্ডুরাসের উপকূলীয় এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। খাতায় কলমে যা প্রবল ভূমিকম্প হিসাবেই ধরে নেওয়া হয়।

ভূমিকম্পের প্রভাব শুধু হন্ডুরাসই নয়, পড়েছে ক্যারিবিয়ান সাগর সংলগ্ন বিভিন্ন ভূখণ্ডে। উপকূলীয় এলাকা জুড়ে এমন কম্পন অনুভূত হওয়ার পরপরই সুনামি সতর্কতা জারি হয়। যদিও তা ঘণ্টাখানেকের মধ্যে তুলেও নেওয়া হয়।


ইদানিংকালের মধ্যে এমন ভয়ংকর ভূমিকম্পে কাঁপেনি হন্ডুরাস। তবে কম্পনের মাত্রা প্রবল হলেও হতাহতের খবর এখনও নেই।

অনেক বাড়িতে ফাটল ধরেছে। বিদ্যুতের খুঁটিও থরথর করে নড়তে দেখেন মানুষজন। হন্ডুরাসের বারা পাটুকা শহর থেকে ১২৫ কিলোমিটার দূরে সমুদ্রের ১০ কিলোমিটার নিচে ছিল কম্পনের কেন্দ্রস্থল।


কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে হন্ডুরাসের উপকূল থেকে প্রায় ৫১৯ কিলোমিটার দূরে অবস্থিত হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার অনেক বাড়িঘর থরথর করে কেঁপে ওঠে। অনেক জানালার কাচ ভেঙে পড়ে। অনেক বাড়িতে ফাটল দেখা দেয়।

বহু মানুষ ভয়ে ঘর ছেড়ে রাস্তায় চলে আসেন। এমনকি কম্পন অনুভূত হয় মেক্সিকোর শহর কুইন্তানা রু-তেও। স্থানীয় সময় রাত ১০টায় কম্পন অনুভূত হয়। পরে কয়েকটা আফটার শকও অনুভূত হয়েছে ক্যারিবিয়ান সাগর সংলগ্ন ভূপৃষ্ঠ জুড়ে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button