চেনা এই পতঙ্গ অঙ্কে তুখোড় হয়, কঠিন জ্যামিতি এদের কাছে জলভাত
পৃথিবীতে আশ্চর্যের শেষ নেই। যেমন খুব চেনা একটি পতঙ্গ রয়েছে যারা জন্মগত ভাবেই অঙ্কে তুখোড় হয়। জ্যামিতির অঙ্ক তো এরা অনায়াসেই করে ফেলে।
বিশ্বে মানুষের একটা ধারনা আছে যে তাদের যাবতীয় ক্ষমতা আছে। আর অন্য প্রাণিরা খাওয়া, বাঁচা আর সন্তানের জন্ম দেওয়া ছাড়া আর বিশেষ কিছু বোঝে না। কিন্তু একটা ছোট্ট পতঙ্গও যে অঙ্কে তুখোড় হয় তা এই ধারনাকে নস্যাৎ করে দিতে পারে।
কোনও জঙ্গলে থাকা অজানা পতঙ্গ নয়, আশপাশে উড়ে বেড়ানো অতিপরিচিত এক পতঙ্গেরই এই ক্ষমতা রয়েছে। যারা জন্মের পর এটা জেনে যায় যে পৃথিবী গোল। তার খাবার এবং নানা বাধার সঙ্গে তার দূরত্ব এবং কতটা কোণায় সে রয়েছে তাও উড়তে উড়তেই অঙ্ক কষে নেয়।
জ্যামিতি এদের কাছে কার্যত জলভাত। উড়তে উড়তে এরা সারাক্ষণ অঙ্ক কষতে থাকে। কোণের অঙ্ক। জ্যামিতির এই জ্ঞান তারা কোনও পাঠশালায় শেখে না। জন্মের সময় সঙ্গে নিয়ে জন্মায়। যা তাদের খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে।
যা তাদের সামনে থাকা বাধাকে এড়িয়ে যেতে সাহায্য করে। কতটা কোণে বাধা রয়েছে আর তাকে এড়িয়ে যেতে তাকে কতটা কোণে বাঁক নিতে হবে তা মৌমাছিরা দারুণ বোঝে।
মৌমাছি মানুষের আশপাশেই ঘোরে। মধু সংগ্রহ করে ফুল থেকে। সেই ফুল তাদের থেকে কতটা দূরত্বে রয়েছে তা তারা অঙ্ক কষে বুঝে নেয়।
মৌমাছির অঙ্কের প্রতিভা প্রশ্নাতীত। এরা জীবনে সারাক্ষণ অঙ্ক কষে চলতে থাকে। এই অঙ্ক কষার জন্য তাদের ক্যালকুলেটর লাগে না। তাদের ছোট্ট মস্তিষ্কই যথেষ্ট।