বিমানবন্দরে বিমানের সামনে হাজির হাজার খানেক পান্ডা, এ কি করে সম্ভব
ব্যস্ত বিমানবন্দরে সারাক্ষণ বিমানের ওঠানামা। সেখানে ট্যারম্যাকে হাজার খানেক পান্ডা দেখে কার্যত চক্ষু চড়কগাছ সকলের। যা দেখছেন তা কি সত্যি?
বিমানবন্দর এমন এক জায়গা যেখানে ব্যস্ততা কখনও বিরতি নেয় না। ছুটে চলা জীবনের সঙ্গে তাল মিলিয়ে ছুটতে থাকে বিমানবন্দর। অবিরত ওঠানামা বিমানের। যাত্রীদের ভিড়ে সর্বদা কর্মতৎপর। এমনই এক বিমানবন্দরে কার্যত কিছুটা সময়ের জন্য যেন সব থমকে গেল।
বিমানবন্দরের ট্যারম্যাকে যেখানে বিমানগুলি দাঁড়িয়ে আছে সেখানে হাজার খানেক পান্ডা। পান্ডা একধরনের ভাল্লুক প্রজাতির প্রাণি। যাদের দেখতে বড়ই সুন্দর। ফলে পান্ডাদের নিয়ে বিশ্বজুড়েই মানুষের উৎসাহের শেষ নেই।
তেমনই ছোট ছোট পান্ডা প্রায় ভরে ফেলেছে বিমানবন্দর। কোথা থেকে এল এত পান্ডা? যা দেখছেন তা সত্যিই দেখছেন তো! অনেকের মনেই এমন প্রশ্ন জাগে। কারণ একসঙ্গে এত পান্ডা তো দেখা যায়না।
ঘটনাটি হংকং বিমানবন্দরের। ব্যস্ত এই বিমানবন্দরে এই পান্ডারা অবশ্য রক্ত মাংসের পান্ডা নয়। এগুলি পান্ডা পুতুল। যা সংখ্যায় ছিল আড়াই হাজার। হংকংয়ের থিম পার্কে ২ পান্ডার জন্ম এখানকার মানুষের মধ্যে পান্ডা নিয়ে উৎসাহ বাড়িয়ে দিয়েছে।
সেখানে পান্ডাদের প্রতি আকর্ষণকে কেন্দ্র করে পান্ডা গো নামে একটি প্রদর্শনী শুরু হয়েছে। যার অংশ হল হংকং বিমানবন্দরে বিমানের আশপাশে ছড়িয়ে থাকা আড়াই হাজার পান্ডা পুতুল।
হুবহু আসলের মত দেখতে এত পান্ডা পুতুল সকলের মন ভাল করে দিয়েছে। যাত্রীরাও এটা দেখে বেজায় খুশি। বিশ্বজুড়ে পান্ডাদের সংরক্ষণে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।