হংকং-এ আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘নিডা’। ঝড়ের দাপটে অগুনতি গাছ উপড়ে পড়েছে। স্তব্ধ হয়ে গেছে ফেরি চলাচল। বন্ধ বাস ও ট্রাম পরিষেবা। দেড়শোটির ওপর বিমান বাতিল হয়েছে। সাড়ে তিনশো বিমানের যাত্রার সময় রদবদল করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা ২০-তে সমুদ্রের ওপর ঘনীভূত ঘূর্ণিঝড় ‘নিডা’ আছড়ে পড়ে স্থলভূমিতে। প্রচণ্ড ঝড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য শহরটিতে শুরু হয় ধ্বংসের খেলা।
এদিকে হংকংয়ে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে। তবে স্থলভূমিতে আছড়ে পড়ার পর ক্রমশ ‘নিডা’-র শক্তিক্ষয় হয়। ফলে অনেকটাই দুর্বল হয়ে পড়ে ঝড়টি। এদিকে হংকংয়ে স্বাভাবিক অবস্থা ফিরতে মঙ্গলবার বিকেল গড়িয়ে যাবে বলেই মনে করছে প্রশাসন। হংকংয়ের অধিকাংশ মানুষই এদিন রাস্তায় বার হননি।