দেখা দিল বিশ্বের সবচেয়ে বড় ড্রাগন, সবটাই হাওয়া
বিশ্বের সবচেয়ে বড় ড্রাগনের দেখা মিলল সুসজ্জিত এক স্থানে। যা বিশ্বজুড়ে মানুষের নজর কেড়ে নিয়েছে। তবে সকলেই মেনে নিচ্ছেন সবটাই হাওয়া।
বিশ্বের সবচেয়ে বড় ড্রাগনের দেখা মিলল। তাও একেবারে শহরের মাঝখানে। সুসজ্জিত এক শপিং মলের মধ্যে তার দেখা মিলেছে। যা নজরে আসার পরই শহর জুড়ে শুধু নয়, হইচই পড়ে গেছে বিশ্বজুড়ে। ১৩৭ ফুট লম্বা ড্রাগনটিকে একবার চোখের দেখা দেখতে ভিড়ে ভিড় শপিং মল।
তবে ড্রাগন হলেও সবটাই হাওয়া। মানে এই অতিকায় ড্রাগনটি তৈরি হয়েছে বেলুন দিয়ে। এই বেলুন দিয়ে তৈরি ড্রাগনটি এঁকে বেঁকে যতটাই গেছে তার কোথাও কোনও বেলুন নয় এমন জিনিস দিয়ে দাঁড় করানো হয়নি। সবটাই শুধু বেলুন।
৩৮ হাজার বেলুন দিয়ে তৈরি এই ড্রাগনই হল বিশ্বের সবচেয়ে বড় বেলুন দিয়ে তৈরি ড্রাগন। চিনা নববর্ষকে সামনে রেখেই এই বেলুন ড্রাগনের জন্ম হয়েছে। ৬ জন মিলে এই বেলুন ড্রাগনটি তৈরি করেছেন। তবে বেলুন ড্রাগন তৈরি হয়েছে ২ বেলুন শিল্পীর ভাবনায়।
যেহেতু চিনা নববর্ষকে সামনে রেখে এই বেলুন ড্রাগন তৈরি করা হয়েছে তাই তা ফেব্রুয়ারির শেষ পর্যন্ত রাখা থাকবে ওই শপিং মলে। চিনা নববর্ষকে সামনে রেখে অনেক জায়গাই সাজিয়ে তোলা হয়।
হংকংয়ের শপিং মলটিও প্রাথমিকভাবে সেই কারণেই এই ড্রাগন দিয়ে সাজানো হয়েছিল। তা যে গোটা বিশ্বের নজর কেড়ে নেবে, বিশ্বরেকর্ড গড়বে তা হয়তো শপিং মল কর্তৃপক্ষ আশা করেনি। প্রসঙ্গত ড্রাগন চিনাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক কল্পনার প্রাণি। যার মুখ দিয়ে আগুন নির্গত হয়।