ভিড়ে ঠাসা ট্রেন ফাঁকা করে দিল তার একটা ঝলক
অফিসের সময় ট্রেনে ভিড় ঠাসা থাকে। এ ছবি বিশ্বের সর্বত্রই এক। সেই ব্যস্ত সময়েও ট্রেন ফাঁকা হয়ে গেল। লাগল শুধু একটা ঝলক।
তখন সকাল। শহর ব্যস্ত হওয়ার ছুট শুরু করেছে। ঘড়িতে সকাল সাড়ে ৭টার মত। তারমধ্যেই ট্রেনে ঠাসা ভিড়। মানুষ গিজগিজ করছেন প্রতিটি কামরায়। এমন সময় এমনটাই নিত্যদিনের ছবি। ফলে তা দেখে অবাক হওয়ার কিছু নেই।
অবাক হতে হয় যদি এমন ট্রেন নিমেষে ফাঁকা হয়ে যায়। আর ঠিক সেটাই হল। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ হংকং শহরের একটি ট্রেন ফাঁকা হয়ে গেল।
আইল্যান্ড লাইনের এমটিআর ট্রেনের যাত্রীরা কার্যত পড়িমরি করে ট্রেনের কামরা থেকে নেমে পড়েন। কাজে পৌঁছনোর তাড়া লাটে উঠে যায়। তখন আতঙ্কটাই মুখ্য।
কি হয়েছিল যে ট্রেন ফাঁকা হয়ে গেল? যাত্রী ঠাসা ওই ট্রেনের কামরায় একটি সাপ দেখতে পান কয়েকজন। ১ ফুটের চেয়ে একটু বেশি লম্বা। সেই সাপটি কারও ক্ষতি করেনি। নিজের মত ট্রেনের একটি অংশ দিয়ে যাচ্ছিল।
এটুকু ঝলকই যথেষ্ট ছিল ট্রেনটি ফাঁকা করে দেওয়ার জন্য। অ্যাডমিরালটি স্টেশনে সব যাত্রী নেমে পড়ার পর রেলকর্মীরা সেই সাপটিকে বন্দি করতে লেগে পড়েন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁরা সাপটিকে একটি কার্ডবোর্ডের বাক্সে বন্দি করতে সক্ষমও হন।
এদিকে যে সাপকে দেখে ব্যস্ত সময়ে একটা গোটা ট্রেন ফাঁকা হয়ে গেল, সর্প বিশেষজ্ঞেরা সেটিকে দেখার পর জানান সেটি মোটেও বিষধর সাপ নয়। আমেরিকায় পাওয়া যাওয়া এক প্রকারের নির্বিষ সাপ।