
পোপকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমস্যায় পড়লেন বলিউড তারকা হৃতিক রোশন। সম্প্রতি তাঁর প্রাক্তন বান্ধবী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে ট্যুইটারে মন্তব্য করেন হৃতিক। কঙ্গনার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির জেরে ট্যুইটারে হৃতিক লেখেন কঙ্গনার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেয়ে পোপের সঙ্গে সম্পর্ক করা ভাল। হৃতিকের এমন মন্তব্য সামনে আসার পরই পোপের এই অপমানের বিরুদ্ধে সরব হয় সংখ্যালঘু সংগঠন। ইতিমধ্যেই এ নিয়ে সংগঠনের তরফে হৃতিক রোশনকে আইনি নোটিস পাঠান হয়েছে। হৃতিক রোশনের এমন মন্তব্যকে ভাল চোখে নিচ্ছেন না বলিউডের কেউই।