‘হ্যানা’-র হানায় ধ্বংসস্তূপে পরিণত বিস্তীর্ণ এলাকা
হ্যারিকেন ‘হ্যানা’ আছড়ে পড়ল স্থলভূমিতে। আর আছড়ে পড়ার পর তার তাণ্ডবে তছনছ হয়ে গেল বিশাল এলাকা।
হিউস্টন : একে করোনার থাবায় মানুষ এক চরম আতঙ্কের জীবন কাটাচ্ছেন। তারমধ্যে আবার হ্যারিকেন হানা। হ্যারিকেন হ্যানা যে স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে তা জানা ছিল। সেজন্য যাবতীয় প্রস্তুতিও সারা ছিল। তবে স্থলভূমিতে প্রবেশের পর আটলান্টিক মহাসাগরে তৈরি এই শক্তিশালী হ্যারিকেন তার ধ্বংসলীলা দেখিয়ে দিল। টেক্সাসের ওপর আছড়ে পড়ে হ্যানা।
টেক্সাস এখন আমেরিকায় করোনার অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। বহু মানুষ করোনা সংক্রমণের শিকার। তারমধ্যে হ্যানার তাণ্ডব ছিল মরার ওপর খাঁড়ার ঘায়ের মতন। স্থানীয় সময় বিকেল ৫টায় পাড্রে দ্বীপ দিয়ে স্থলভূমিতে প্রবেশ করে হ্যানা। ঝড়ের গতি ছিল ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সঙ্গে ছিল তুমুল বৃষ্টি।
দক্ষিণ টেক্সাসের উপকূলীয় এলাকায় বহু বাড়িঘর এই ঝড়ে ভেঙে গেছে। প্রবল বৃষ্টি অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি করে দিয়েছে। বহু এলাকা জলের তলায় চলে গেছে। মানুষ কার্যত গৃহবন্দি। করোনা বিধ্বস্ত টেক্সাসের জন্য হ্যানা এক নতুন চ্যালেঞ্জ হিসাবে সামনে এল। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা