
বুধবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়ল হ্যারিকেন ‘ইরমা’। ক্যাটাগরি ফাইভের ভয়ংকর হ্যারিকেন আঘাত হেনেছে কিউবাতেও। স্থানীয় সময় সকালে আছড়ে পড়া ইরমা ক্রমশ হাইতি, কিউবা হয়ে ফ্লোরিডার দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন আবহবিদেরা। এদিন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বারমুডা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করে ইরমা। ঝড়ের গর্জন শুনে বাড়িতে বসেও ইষ্টনাম জপ ছাড়া আর কোনও রাস্তা ছিল না স্থানীয় মানুষজনের। ইরমা ধেয়ে আসছে একথা মাথায় রেখে আগেভাগেই বহু মানুষকে সরকারি ত্রাণশিবিরে তুলে নিয়ে গিয়েছিল প্রশাসন। সেখানেও অবস্থা ছিল একই। যতক্ষণ ঝড় বয়েছে ততক্ষণ প্রাণ হাতে করে পরিবারকে বুকে আঁকড়ে ঈশ্বরকে ডেকে গেছেন সকলে।
ঝড়ের ক্ষয়ক্ষতি এখনও পরিস্কার নয়। তবে অগুন্তি গাছ উপড়ে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত, কোথাও বিদ্যুৎ নেই। ঝড়ের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি অবস্থা আরও জটিল করে তুলেছে। প্রচুর বাড়ির চাল উড়ে গেছে। তবে হতাহতের খবর এখনও পরিস্কার নয়। প্রকৃতি কিছুটা শান্ত হলে তারপর শুরু হবে উদ্ধারকাজ।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)