World

ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ভয়ংকর ‘ইরমা’

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, কিউবায় চরম ধ্বংসলীলা চালানোর পর এবার ক্যাটাগরি ৪-এর ভয়ংকর হ্যারিকেন ইরমা ধেয়ে আসছে আমেরিকার ফ্লোরিডার দিকে। শতাব্দীর অন্যতম ভয়ংকর ঝড়ের তালিকায় রাখা হয়েছে ইরমাকে। ইতিমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ২২টি প্রাণ কেড়েছে ইরমা। এবার তার লক্ষ্য ফ্লোরিডা। ইতিমধ্যেই বহু মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে গেছে ফ্লোরিডা প্রশাসন। আমেরিকার ইতিহাসে নাকি এত মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনা আগে কখনও ঘটেনি।

ইরমা ফ্লোরিডায় হানা দেওয়ার পর তার ধ্বংসলীলা ভাবনার অতীত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ঝড়ের গতি থাকবে ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ইতিমধ্যেই ফ্লোরিডায় প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। সঙ্গে রয়েছে একটানা বৃষ্টি। অধিকাংশ মানুষ বাড়িতেই রয়েছেন। আর প্রহর গুনছেন কখন আসবে সেই মূর্তিমান আতঙ্ক। আর কখনই বা রেহাই মিলবে এই আতঙ্কের হাত থেকে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button